শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৪২ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯ বছর পর টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে পাকিস্তানে যাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ৬ জানুয়ারি ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। এর চারদিন পর, অর্থাৎ ১০ জানুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে ক্যারিবিয়ানদের।

রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি ম্যাচ খেলার পর ওয়েস্ট ইন্ডিজ দল যাবে মুলতানে। সেখানে ১৭-২১ জানুয়ারি প্রথম টেস্ট খেলবে দুই দল। সিরিজের দ্বিতীয় টেস্টও একই ভেন্যুতে। ২৫-২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

গত ১৯ বছরে এটাই ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম পাকিস্তান সফর। শেষবার ২০০৬ সালের নভেম্বরে পাকিস্তান সফরে এসেছিল ক্যারিবিয়ানরা। এরপর ২০১৬ সালের অক্টোবরেও অবশ্য টেস্ট সিরিজ খেলে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই সিরিজটি ছিল সংযুক্ত আরব আমিরাতে। এরপর তিনবার পাকিস্তান সফর করলেও টেস্ট সিরিজ খেলেনি এই দুই দল।

এর আগে ২০১২ সালের জুনে ওয়ানডে সিরিজ এবং ২০২৮ সালের এপ্রিল ও ২০২১ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তানে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এই তিনটি সিরিজে টেস্ট খেলেনি দুই দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়