শিরোনাম
◈ কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৯ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস ট্রফির সূচি চূড়ান্ত করলো আইসিসি, প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি

স্পোর্টস ডেস্ক : আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। বাংলাদেশের খেলা শুরু হবে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। আগামী বছর ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে দু’দল।

মঙ্গলবার হাইব্রিড-মডেলে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের চ্যাম্পিয়নস ট্রফির চূড়ান্ত সূচি প্রকাশ করে আইসিসি। আট দলের টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ফাইনাল হবে ৯ মার্চ

দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে ভারত ছাড়া আরও আছে স্বাগতিক পাকিস্তান ও নিউ জিল্যান্ড। গ্রুপ ‘বি’ তে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
ভারতের বিপক্ষে খেলে রাওয়ালপিন্ডিতে আসবে বাংলাদেশ। সেখানে ২৪ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। একই মাঠে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত দেশটিতে দল পাঠাতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত হাইব্রিড-মডেলে হচ্ছে এবারের আসর। ফলে ভারতের সব ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেখানে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই। ভারতের ম্যাচগুলো বাদে বাকি ম্যাচগুলো রাওয়ালপিন্ডি, করাচি ও লাহোরে অনুষ্ঠিত হবে।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল যাবে সেমি-ফাইনালে। ৪ মার্চ প্রথম সেমি-ফাইনালটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ভারত গ্রুপ পর্বের বাধা পেরুতে পারলে তাদের ম্যাচটি এখানে অনুষ্ঠিত হবে। পরের দিন লাহোরে মাঠে গড়াবে শেষ চারের দ্বিতীয় লড়াইটি। পাকিস্তানে সেমি-ফাইনালে উঠতে পারলে তারা এই সেমি-ফাইনালে খেলবে। দুটি সেমি-ফাইনালের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে।

ফাইনালের ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে লাহোরকে। তবে ভারত ফাইনালে উঠতে পারলে শিরোপা লড়াইটি হবে দুবাইয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়