শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৬ বিকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরোয়া ক্রিকেটের প্রথম টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন রংপুর বিভাগ

নিজস্ব প্রতিবেদক : বিসিবির ঘরোয়া ক্রিকেটে প্রথম আয়োজন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতে নিলো রংপুর বিভাগ। ফাইনালে তাদের কাছে পাত্তাই পেলো না ঢাকা মেট্রো। এই দলটিকে ৫ উইকেটে হারিয়ে রংপুর নিজেদের শ্রেষ্ঠত্ত্ব প্রমাণ করলো। মেট্রোর দেওয়া ৬৩ রানের টার্গেট ৫ উইকেট ও ৪৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে আকবর আলীর দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে মেট্রোকে আগে ব্যাটিংয়ে পাঠান আকবর। রংপুর অধিনায়কের লক্ষ্যটা ছিল পরিস্কার, যতটা কম রানে সম্ভব মেট্রোকে আটকে দেওয়া। সেই লক্ষ্যে বোলাররা করেছেন দুর্দান্ত পারফরম্যান্স। অথচ প্রথম বলেই বাউন্ডারি মেরে মেট্রোকে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন ইমরানুজ্জামান। তবে তাকে বেশিক্ষণ টিকতে দেননি মুকিদুল ইসলাম মুগ্ধ। ইনিংসের তৃতীয় বলেই ইমরানুজ্জামানকে আরিফ আহমেদের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। ৩ বলে ৪ রান করে ফেরেন মেট্রোর ওপেনার।

পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফরম্যান্স করা মোহাম্মদ নাঈম শেখ ফাইনালে এসে ভালো করতে পারেননি। দুই বল খেলে রানের খাতা খুলতে পারেননি মেট্রো অধিনায়ক। আনিসুল ইসলাম, গাজী তাহজিবুল ও মোসাদ্দেক হোসেন সৈকত ফিরেছেন এক অঙ্কের ঘরেই। আমিনুল ইসলাম বিপ্লব তো রানের খাতাই খুলতে পারেননি।

তবে শামসুর রহমান শুভ চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে থামান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। রংপুরের এ পেসারের বলে আকবরের হাতে ক্যাচ দিয়েছেন শুভ। প্যাভিলিয়নে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৮ বলে ১৪ রান। ৯ বলে ১৩ রান করেছেন আবু হায়দার রনি।

রংপুরের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবু। একটি করে উইকেট শিকার করেছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, রবিউল হক ও আরিফ আহমেদ।

রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি রংপুর। ১৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল তিস্তা পাড়ের দলটি। রিজওয়ান ও আব্দুল্লাহ আল মামুন ফিরেছেন এক অঙ্কের ঘরে। নাঈম ইসলাম ও আকবর আলী রানের খাতা খুলতেই পারেননি।

তবে বিপদ থেকে তাদের রক্ষা করেছেন তানবীর হায়দার ও আরিফুল হক। দুজনের ২৪ রানের জুটিতে প্রতিরোধ গড়ে রংপুর। ১১ বলে ১৪ রান করে আরিফুল ফিরলে ভাঙে সেই জুটি। এরপর আনামুল হক আনামকে সাথে নিয়ে বাকি কাজটুকু সারেন তানবীর। ২০ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন তানবীর, ৯ বলে ১৪ রান করে দলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন আনাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়