শিরোনাম
◈ দোহায় ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার গল্প  শোনালেন প্রধান উপদেষ্টা  ◈ সৌদি আরবের যুদ্ধবিমান পাহারা দিয়ে নিয়ে গেল মোদিকে! (ভিডিও) ◈ ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো স্বর্ণের দাম ◈ বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল, জানাল পুলিশ ◈ শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু ◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৯:৩০ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জ্যোতির রেকর্ডের পর ফারজানারও শতক, ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়ে নারীদের প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস গড়লেন নিগার সুলতানা জ্যোতি। সেই রেকর্ডের কয়েক ঘণ্টার মধ্যে সেঞ্চুরি করে তার পাশে বসলেন ফারজানা হক পিঙ্কি। তাদের অসামান্য অর্জনের দিনে ড্র হয়েছে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের ম্যাচ।

রোববার নারীদের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে দেখা মিলেছে দারুণ দুটি কীর্তির। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া উত্তরাঞ্চল ৯ উইকেটে ২৪০ রানে ঘোষণা করে প্রথম ইনিংস। জবাবে জ্যোতির সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৮৭ রান তুলে মধ্যাঞ্চলও ইনিংস ঘোষণা করে। ১৪৭ রানে পিছিয়ে থেকে খেলতে নামা উত্তরাঞ্চল এরপর ১ উইকেটে করে ২০৪ রান। ফারজানা সেঞ্চুরি করার পর দুই দল ড্র মেনে নিয়েছে।

তৃতীয় ও শেষ দিনের শেষ ওভারের প্রথম বলে সেঞ্চুরিতে পৌঁছান ওপেনার ফারজানা। দিশা বিশ্বাসকে কাউ কর্নার দিয়ে চার মেরে উল্লাসে মেতে ওঠেন তিনি। তার ব্যাট থেকে আসে ১০২ রানের অপরাজিত ইনিংস। ২২৬ বল মোকাবিলায় তিনি মারেন ১২টি চার। উত্তরাঞ্চলের বিশাল উদ্বোধনী জুটিতে আসে ১৯৬ রান। সেঞ্চুরির সুবাস পাওয়া ইশমা তানজিম দিশার শিকার হয়ে আউট হন ১৭১ বলে আটটি চারে ৯০ করে।

দ্বিতীয় ইনিংসে মাইলফলক স্পর্শের আগে প্রথম ইনিংসেও তিন অঙ্কের আশা জাগিয়েছিলেন ফারজানা। তিনি খেলেছিলেন ৮৬ রানের ইনিংস। ২৪৬ বল খেলে ১০টি চার মেরেছিলেন।

এর আগে প্রথম সেশনে মধ্যাঞ্চলের অধিনায়ক জ্যোতি খেলেন ঐতিহাসিক ইনিংস। চারে নেমে ১৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। ২৫৩ বল খেলে ২০টি চার ও দুটি ছক্কা হাঁকান। বাংলাদেশের নারীদের মধ্যে লাল বলের ক্রিকেটে প্রথম সেঞ্চুরির অনন্য কীর্তির পাশাপাশি মারুফা আক্তারের বলে ওয়াইড লং অন দিয়ে ছক্কা মেরে পৌঁছে যান দেড়শতে জ্যোতি। তখন করে দেন ইনিংস ঘোষণা। 

একমাত্র ইনিংসে সেঞ্চুরি স্পর্শ করতে ম্যাচসেরার পুরস্কার জেতা জ্যোতির লাগে ২১৫ বল। পরের পঞ্চাশ তিনি যোগ করেন মাত্র ৩৮ বলে। ফারজানা তিন অঙ্কে যান ২২৫ বলে। তার সতীর্থ অফ স্পিনার জান্নাতুল ফেরদৌস সুমনা ১১৩ রান খরচায় ৬ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়