শিরোনাম
◈ সৌদি আরবের যুদ্ধবিমান পাহারা দিয়ে নিয়ে গেল মোদিকে! (ভিডিও) ◈ ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো স্বর্ণের দাম ◈ বেনজীরের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারপোল, জানাল পুলিশ ◈ শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু ◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:২৩ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান দলে উচ্ছ্বাস, লজ্জা আব্দুল্লাহ শফিকের

স্পোর্টস ডেস্ক: বিশ্বের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। এই জয়ের সবাই উচ্ছ্বাস করলেও সঙ্গী হতে পারছেন না সতীর্থ আব্দুল্লাহ শফিক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডের প্রতিটিতেই ডাক মেরে ফিরেছেন শফিক। শুধু তাই নয়, চলতি বছরে টি-টোয়েন্টিতে চারটি ডাক মেরেছেন পাকিস্তানি এ ওপেনার। তাতেই পাকিস্তানের হয়ে এক বছরে সর্বোচ্চ ডাক মারার রেকর্ডটি নিজের করে নিয়েছেন ডানহাতি এ ব্যাটার।  

চলতি বছর ২১টি ইনিংসের মধ্যে সাতটিতে শূন্য রানে আউট হয়েছেন শফিক। এর আগে ২০০০ সালে ইমরান নাজির ৩২টি ইনিংসে ছয়বার ও ২০১২ সালে মোহম্মদ হাফিজ ৪৩টি ইনিংসে সমান সংখ্যক শূন্য রানে আউট হয়েছিল। সেই রেকর্ড ভেঙেছেন শফিক।

তবে বিশ্ব ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ ডাক মারার রেকর্ড থেকে একটুর জন্য মুক্তি পেয়েছেন শফিক। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ৫১ ইনিংসে আট বার ও ২০১২ সালে শ্রীলঙ্কার তিলকরতেœ দিলশান ৫৬টি ইনিংসে আট বার শূন্য রানে আউট হয়েছিলেন।

প্রোটিয়াদের বিপক্ষে টানা তিন ডাক মেরে দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চবার শূন্য রানে আউটের রেকর্ডে নাম তুলেছেন শফিক। অবশ্য এই রেকর্ডে তিনি একাই নেই। ভারতের সূর্যকুমার যাদবও একই লজ্জার সঙ্গী। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। এতদিন তিন ম্যাচ সিরিজে প্রতিটিতে ডাক মারার রেকর্ডে একাই ছিলেন সূর্যকুমার। এবার সেই রেকর্ডে সঙ্গী হিসেবে পাকিস্তানি ওপেনারকে পেলেন ভারতীয় তারকা এ ক্রিকেটার।

শফিকের আগে এক সিরিজে তিনবার শূন্য রানে ফিরেছেন ১৩ জন ব্যাটসম্যান। তবে শফিক কিংবা সূর্যকুমার তিন ম্যাচের সিরিজের সব ম্যাচেই ডাক মেরে ফিরেছেন। এমন কীর্তি একটু বেশিই লজ্জাজনক বটে। এছাড়া ৫ কিংবা ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩ ডাক মেরেছেন ব্রেন্ডন টেইলর, শোয়েব মালিক কিংবা নুয়ান কুলাসেকেরার মতো ক্রিকেটাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়