শিরোনাম
◈ ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল ◈ আপিল বিভাগের জ্যেষ্ঠ তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি চায় বিএনপি ◈ উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল ◈ মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ পোপ ফ্রান্সিস যখন বাংলাদেশ সফরে এসেছিলেন ◈ টে‌স্টের তৃতীয় দিন- জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১১২ রানে এগিয়ে বাংলাদেশ ◈ দিনদুপুরে রাউজানে আরেক যুবদল কর্মীকে গুলি করে হত্যা ◈ দোহায় ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার গল্প  শোনালেন প্রধান উপদেষ্টা  ◈ সৌদি আরবের যুদ্ধবিমান পাহারা দিয়ে নিয়ে গেল মোদিকে! (ভিডিও) ◈ ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো স্বর্ণের দাম

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৮:২২ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টিতে বাংলাদেশ বড় দল নয় 

ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়কে অপ্রত্যাশিত বলছেন আলাউদ্দিন বাবু

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার এমন নজির সাম্প্রতিক সময়ে তো বটেই, সবমিলিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা পারফরম্যান্স। যদিও এটাকে অপ্রত্যাশিত (ফ্লুক) বলছেন আলাউদ্দিন বাবু। তার মতে, টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনও বড় দল নয়।

সাম্পতিক সময়ে জাতীয় লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করছেন আলাউদ্দিন। এই অলরাউন্ডারের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম দল হিসেবে আসরটি ফাইনালে পৌঁছেছে রংপুর। মূলত এমন টুর্নামেন্টের গুরুত্ব বোঝানোর জন্যই জাতীয় দল প্রসঙ্গে বাস্তবতা তুলে ধরেছেন তিনি।

ক্রিকফ্রেঞ্জিকে আলাউদ্দিন বলেন, 'আমরা অনেকদিন ধরেই চাচ্ছিলাম, ঘরোয়া আরেকটি টুর্নামেন্ট যেন আমাদের বাড়তি আসে। লিস্ট এ ম্যাচ বলতে আমরা শুধু প্রিমিয়ার লিগের ম্যাচই খেলি। আমাদের লিস্ট এ ম্যাচের সংখ্যা আরও বাড়ানো উচিত। এই টি-টোয়েন্টি ম্যাচগুলোও এখন গণনা করা হবে। প্রোফাইলে যাবে। এরকম টুর্নামেন্ট আরও আগে থেকে হলে দেখা যেত বাংলাদেশ জাতীয় দল টি-টোয়েন্টিতে অনেক ভুগে, এটা আর হতো না।

সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি ঠিকই, কিন্তু সবমিলিয়ে টি-টোয়েন্টিতে ভালো দল না। বড় দল আমরা এখনও না। আপনি এটাকে ফ্লুক বলতে পারেন। কিন্তু আপনি যখন বিশ্বের বড় বড় দলগুলোর সঙ্গে খেলবেন, তখন আমরা কিন্তু কখনোই প্রতিদ্বন্দ্বিতা করতে পারি না। কারণ আমাদের অভ্যাস নাই।
টি-টোয়েন্টি সংস্করণে শুধুমাত্র বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে দেখা যায় এ দেশের ক্রিকেটারদের। এ কারণে মানসম্পন্ন টি-টোয়েন্টি ক্রিকেটার এখনও এদেশে তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন আলাউদ্দিন।

তিনি আরও বলেন, আপনাকে খেলতে হচ্ছে শুধুমাত্র বিপিএল। আপনি যখন ১১ জন ক্রিকেটারের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার রাখছেন, পরবর্তীতে কিন্তু দেশের খেলায় ওই চারজন আপনাকে দেশি ক্রিকেটারই রাখতে হচ্ছে। ঘরোয়াতে আমাদের কোনো বিদেশি ক্রিকেটার নেই। সব দেশি ক্রিকেটার।

আরও আগে থেকে যদি আমরা এই টুর্নামেন্ট খেলতে পারতাম, তাহলে জানতে পারতাম কীভাবে টি-টোয়েন্টিতে আরও ভালো খেলতে হয়। কোন উইকেটে কীভাবে খেলতে হবে। উইকেট ভালো হলে রান কীভাবে অতিক্রম করতে হবে। আপনি এই টুর্নামেন্টে দেখবেন ১০৬ রান অতিক্রম করতে অনেক কষ্ট হচ্ছে আবার ২০৬ রান খুব সহজেই কেউ অতিক্রম করে ফেলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়