শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৭:১২ বিকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো ইংল্যান্ড, নেই বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারতের বিপক্ষে খেলা ৫০ ওভারের ফরম্যাটের দল নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে থ্রি লায়ন্সরা। দীর্ঘদিন পরে ইংল্যান্ডের রঙিন জার্সিতে ফিরেছেন জো রুট। তবে বেন স্টোকসকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে ইংল্যান্ড।

বর্তমানে ইংল্যান্ডের তিন ফরম্যাটের দলের কোচের দায়িত্ব পালন করছেন ব্রান্ডন ম্যাককালাম। ২০২৩ সালের পর ইংল্যান্ডের জার্সিতে শর্টার ফরম্যাটে না খেলা রুটকে মূলত তিনিই দলে ডেকেছেন। - ডেইলি ক্রিকেট

ভারতের বিপক্ষে ওয়ানডে ও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকলেও টি-টোয়েন্টি স্কোয়াডে নেই রুট। অন্যদিকে টি-টোয়েন্টির স্কোয়াডে থাকলেও ওয়ানডেতে নেই রেহান আহমেদ।

চলতি মাসের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন স্টোকস। যার কারণে ভারতের বিপক্ষে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে বিবেচনা করা হয়নি।

ইংল্যান্ডের ভারতের বিপক্ষে ওয়ানডে ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেন, জেমি ওভারটন, জ্যামি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেন, জেমি ওভারটন, জ্যামি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়