শিরোনাম

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪, ০৬:৫২ বিকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

খুলনা বিভাগকে গুঁড়িয়ে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে ঢাকা মেট্রো

নিজস্ব প্রতিবেদক : টি-টোয়েন্টি ক্রিকেটে ১১৯ রান খুব বড় স্কোর নয়, তারপরেও এই স্কোর টপকাতে পারলো না খুলনা বিভাগ। তাদের বিরুদ্ধে শক্ত হাতে দাঁড়িয়ে গেলো ঢাকা মেট্রো। এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে ওঠার লড়াইয়ে নাঈম শেখের ফিফটিতে বলার মতো সংগ্রহ দাঁড় করিয়েছিল তারা। তবে ছোট লক্ষ্য তাড়ায় প্রতিপক্ষ বোলারদের সামনে যেন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল খুলনা বিভাগের ব্যাটিং-অর্ডার। ৩৮ রানের জয়ে দ্বিতীয় দল হিসেবে শিরোপা লড়াইয়ের মঞ্চে জায়গা করে নিয়েছে মেট্রো।

রোববার (২২ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে অধিনায়ক নাঈমের ৫৭ রানের ইনিংসের ওপর ভর করে ৮ উইকেটে ১১৯ রানের সংগ্রহ পায় মেট্রো। জবাবে রাকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকতের ঘূর্ণি ও মারুফ মৃধার পেস তোপে দিশেহারা হয়ে ৮১ রানে গুটিয়ে যায় খুলনা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে মেট্রোকে উড়ন্ত সূচনা এনে দেন নাঈম ও ইমরানুজ্জামান। ৪ ওভার ৩ বলের উদ্বোধনী জুটি থেকে আসে ৪০ রান। তবে এরপরই ঘটে ছন্দপতন। পরের ২৮ রান যোগ করতে আরও ৫ উইকেট হারায় মেট্রো। একই সঙ্গে কমে আসে রানের গতিও। এক প্রান্ত আগলে রাখা নাঈম ৪৯ বলে টুর্নামেন্টে নিজের তৃতীয় ফিফটি তুলে নেন। এরপর বাঁহাতি এই ওপেনারের ৫৩ বলের ইনিংসের সমাপ্তি ঘটলে শেষ দিকে শহিদুল ইসলামের ব্যাটে লড়াই করার মতো সংগ্রহ পায় মেট্রো।

রান তাড়ায় শুরু থেকেই স্পিনারদের সামনে দিশেহারা হয়ে যায় খুলনার ব্যাটাররা। ৭ ওভারের মধ্যেই ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় তারা। তবে অধিনায়ক নুরুল ইসলাম সোহান ক্রিজে থাকায় কিছুটা জয়ের আশা ছিল তাদের। কিন্তু দশম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৫০ রানে ডানহাতি এই ব্যাটার ২২ রান করে সাজঘরে ফিরলে তা সেখানেই শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৭ ওভার ৪ বলে তাদের ইনিংসের ইতি টানেন সৈকত। অফস্পিনে তার শিকার ৩ উইকেট। দুটি করে উইকেট নেন মারুফ ও রকিবুল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) একই মাঠে দুপুর সাড়ে ১২টায় প্রথম আসরের শিরোপা লড়াইয়ে রংপুর বিভাগের বিপক্ষে মাঠে নামবে ঢাকা মেট্রো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়