স্পোর্টস ডেস্ক: পারলো না বার্সেলোনা। অনেক চড়াই উতরাই পেরিয়ে শেষ মুহূর্তের গোলে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। নাটকীয় এক জয়ে লিগ টেবিলের শীর্ষে দিয়েগো সিমিওনের দল। - দ্য গার্ডিয়ান। অলিম্পিক স্টেডিয়ামে বিরতির আগে দাপট ছিলো স্বাগতিকদেরই। ম্যাচের ৩০ মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় কাতালানরা।
বিরতির আগে পোস্টে কোনো শট নিতে না পারা আতলেতিকো সমতা ফেরে ৬০ মিনিটে। বক্সের বাইরে থেকে নেয়া শটে জালে বল জড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পল।
ম্যাচ যখন ড্রয়ের পথে, তখনই ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে নাটকীয় সেই গোল। মোলিনার পাস থেকে বল পেয়েই জালে জড়ান বদলি খেলোয়াড় সরলথ। স্তব্ধ হয়ে যায় গ্যালারি। ১৮ বছর পর বার্সার মাঠে জয়োল্লাসে মেতে উঠে সিমিওনের শিষ্যরা।
আপনার মতামত লিখুন :