শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৪, ১২:০২ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল ট্রফি ভ্রমণে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) খেলা মানুষের মধ্য ছড়িয়ে দিতে প্রথমবার ট্রফি ভ্রমণের ব্যবস্থা করছে বিসিবি। শনিবার (২১ ডিসেম্বর) বোর্ড সভা শেষে এই কথা জানান ফারুক আহমেদ।
সাধারণত আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ করা দেশগুলোতে ট্রফি ভ্রমণ করতে দেখা যায়। এবারে বিপিএলে দেখা যাবে এই প্রক্রিয়া। টুর্নামেন্টের আয়োজক তিন শহর ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে ভ্রমণ করবে বিপিএলের ট্রফি।
ফারুক আহমদে বলেন, বোর্ড সভায় প্রথম বিপিএল নিয়ে আলোচনা করেছি। মাসকাট এবং থিম সং ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। সঙ্গীত অনুষ্ঠান হবে তিন শহরে। তারপর আমরা প্রথমবারের মতো বিপিএলের ট্রফি ভ্রমণের আয়োজন করছি।

আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের প্রথম মিউজিক কনসার্ট। এরপর ২৫ তারিখ চট্টগ্রাম এবং ২৭ তারিখ অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর।

এই তিনটি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংক। মিউজিক কনসার্টের প্রায় ৫ কোটি টাকা দিচ্ছে দেশের জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি।

এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়