স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও ভারত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে। রোববার (২২ ডিসেম্বর) কুয়ালালামপুরে সকাল সাড়ে ৭টায় খেলা অনুষ্ঠিত হবে। এর আগে, শনিবার নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করে ইয়ং টাইগ্রেসরা।
বৃষ্টির কারণে ম্যাচের পরিধি নেমে আসে ১১ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৫৪ রান সংগ্রহ করে নেপাল অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। সর্বোচ্চ ২৬ রান এসেছে ফাহমিদ ছোঁয়ার ব্যাট থেকে। এদিকে গ্রুপ পর্বে শতভাগ সাফল্য থাকলেও সুপার ফোরে ভারতের কাছে হোঁচট খায় ইয়ং টাইগ্রেসরা। তাই ফাইনালে মধুর প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ পুরো দল।
আপনার মতামত লিখুন :