শিরোনাম
◈ শাপলা চত্ত্বরে গণহত্যা: হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ দৈনিক যায়যায়দিন পত্রিকার 'ডিক্লারেশন' বাতিল করল সরকার ◈ খাদ্য সহায়তা হ্রাস রোহিঙ্গাদের ওপর ‘সামাজিক ও মানসিক’ চাপ তৈরি করবে ◈ বেক্সিমকোর রিসিভার নিয়োগ বাতিল করে হাইকোর্টের রায়, এখন থেকে চলবে নিজস্ব ব্যবস্থাপনায় ◈ বিশ্ববিদ্যালয় উপাধ্যক্ষকে রাগ ও ক্ষোভে বটি দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২! ◈ বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিকের জন্য কানাডার ২৭২ মিলিয়ন ডলারের সহায়তা ◈ বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মনজুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে ডাক্তার পদবি নয়: হাইকোর্টের রায় ◈ কানাডার উপর দ্বিগুণ শুল্কের হুমকি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র ◈ পাকিস্তানে ট্রেন হাইজ্যাকের নেপথ্যে বালুচ লিবারেশন আর্মি! এরা কারা? কেন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে?

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ

নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগ উঠে গেলো জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনালে। তারা প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোকে ৪ রানে হারিয়েছে। টস জিতে আগে ব্যাট নেমে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেনি ঢাকা মেট্রোর ব্যাটাররা। ইনিংসের উদ্বোধন করতে নেমে মুকিদুল ইসলাম মুগ্ধ-রবিউল হকদের তোপের মুখে পড়ে ইমরানুজ্জামান-নাঈম শেখরা।

১২ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন নাঈম। আরেক ওপেনার ইমরানুজ্জামানও পারেননি টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে। ৪২ বলে ৪ বাউন্ডারিতে ৩০ রান করে ফেরেন ডানহাতি এ ব্যাটার।

শেষের দিকে ৮ বলে ১৬ রানের ক্যামিও খেলেন আবু হায়দার রনি। ২৪ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব।

রংপুরের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন রবিউল। ২ উইকেট নিতে আলাউদ্দিন বাবু খরচ করেছেন ৪ ওভারে ২৫ রান।

রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি রংপুর। উত্তরের দলটির দুই ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ আল মামুন করতে পারেননি টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং। ২০ বলে ১৭ রান করে ফেরেন রিজওয়ান, মামুনের ব্যাট থেকে এসেছে ২১ বলে ১৭ রান। ১৫ বলে ১৬ রান করে ফিরেছেন নাঈম ইসলাম।

তবে রংপুরকে ম্যাচে রাখেন তানবীর হায়দার ও আরিফুল হক। দুজনেই করেছেন দায়িত্বশীল ব্যাটিং। ২০ বলে ২২ রান করে আরিফুল ফিরলেও রংপুরকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তানবীর। শেষ পর্যন্ত ২৬ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন ডানহাতি এ ব্যাটার। মেট্রোর হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন শহিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়