শিরোনাম
◈ আফ্রিকার দেশ ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৩৮ ◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ ◈ দুই দিন ধরে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান ◈ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: আছে দৈনিক ২০০ টাকা ভাতা, যেভাবে আবেদন করবেন ◈ একদিনেই সড়কে ঝরলো ১৮ প্রাণ ◈ আমাদের পাকঘরে উঁকি মারার চেষ্টা করবেন না: ভারতের উদ্দেশ্যে জামায়াতের আমীর ◈ মেছো বিড়াল হত্যার ঘটনায় সামাজিকমাধ্যমে তোলপাড়, গ্রেপ্তার ১ ◈ হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ

নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগ উঠে গেলো জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনালে। তারা প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোকে ৪ রানে হারিয়েছে। টস জিতে আগে ব্যাট নেমে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেনি ঢাকা মেট্রোর ব্যাটাররা। ইনিংসের উদ্বোধন করতে নেমে মুকিদুল ইসলাম মুগ্ধ-রবিউল হকদের তোপের মুখে পড়ে ইমরানুজ্জামান-নাঈম শেখরা।

১২ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন নাঈম। আরেক ওপেনার ইমরানুজ্জামানও পারেননি টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে। ৪২ বলে ৪ বাউন্ডারিতে ৩০ রান করে ফেরেন ডানহাতি এ ব্যাটার।

শেষের দিকে ৮ বলে ১৬ রানের ক্যামিও খেলেন আবু হায়দার রনি। ২৪ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব।

রংপুরের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন রবিউল। ২ উইকেট নিতে আলাউদ্দিন বাবু খরচ করেছেন ৪ ওভারে ২৫ রান।

রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি রংপুর। উত্তরের দলটির দুই ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ আল মামুন করতে পারেননি টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং। ২০ বলে ১৭ রান করে ফেরেন রিজওয়ান, মামুনের ব্যাট থেকে এসেছে ২১ বলে ১৭ রান। ১৫ বলে ১৬ রান করে ফিরেছেন নাঈম ইসলাম।

তবে রংপুরকে ম্যাচে রাখেন তানবীর হায়দার ও আরিফুল হক। দুজনেই করেছেন দায়িত্বশীল ব্যাটিং। ২০ বলে ২২ রান করে আরিফুল ফিরলেও রংপুরকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তানবীর। শেষ পর্যন্ত ২৬ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন ডানহাতি এ ব্যাটার। মেট্রোর হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন শহিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়