শিরোনাম
◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে (ভিডিও) ◈ ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের ◈ ট্রাম্পের সিদ্ধান্তে জলবায়ু ঝুঁকি বাড়বে বাংলাদেশেও! ◈ সাবেক মন্ত্রী-এমপিদের জন্য আনা ৩০টি গাড়ি ফের নিলামে, ক্রেতা নেই ◈ বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাশিয়া বাংলাদেশে ৩০,০০০ টন এমওপি সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে ◈ একটি বিশেষ দলকে নিয়ে কেউ নিউজ করে না : মির্জা আব্বাস 

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ

নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগ উঠে গেলো জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনালে। তারা প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোকে ৪ রানে হারিয়েছে। টস জিতে আগে ব্যাট নেমে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেনি ঢাকা মেট্রোর ব্যাটাররা। ইনিংসের উদ্বোধন করতে নেমে মুকিদুল ইসলাম মুগ্ধ-রবিউল হকদের তোপের মুখে পড়ে ইমরানুজ্জামান-নাঈম শেখরা।

১২ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন নাঈম। আরেক ওপেনার ইমরানুজ্জামানও পারেননি টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে। ৪২ বলে ৪ বাউন্ডারিতে ৩০ রান করে ফেরেন ডানহাতি এ ব্যাটার।

শেষের দিকে ৮ বলে ১৬ রানের ক্যামিও খেলেন আবু হায়দার রনি। ২৪ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব।

রংপুরের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন রবিউল। ২ উইকেট নিতে আলাউদ্দিন বাবু খরচ করেছেন ৪ ওভারে ২৫ রান।

রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি রংপুর। উত্তরের দলটির দুই ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ আল মামুন করতে পারেননি টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং। ২০ বলে ১৭ রান করে ফেরেন রিজওয়ান, মামুনের ব্যাট থেকে এসেছে ২১ বলে ১৭ রান। ১৫ বলে ১৬ রান করে ফিরেছেন নাঈম ইসলাম।

তবে রংপুরকে ম্যাচে রাখেন তানবীর হায়দার ও আরিফুল হক। দুজনেই করেছেন দায়িত্বশীল ব্যাটিং। ২০ বলে ২২ রান করে আরিফুল ফিরলেও রংপুরকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তানবীর। শেষ পর্যন্ত ২৬ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন ডানহাতি এ ব্যাটার। মেট্রোর হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন শহিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়