শিরোনাম
◈ আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে: ড. মুহাম্মদ ইউনূস ◈ তুরাগ নদীর  সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক পানিতে ◈ হাইকোর্টে উপদেষ্টা হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত ◈ জার্মানিতে গাড়ি চালিয়ে সৌদি নাগরিকের হামলা, বহু হতাহত ◈ বনানী বস্তির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ◈ ঢালাও মামলা, দেশে-বিদেশে আইনি লড়াইয়ের প্রস্তুতি আ.লীগের ◈ ওয়েস্ট ইন্ডিজ থেকে রোববার দেশে ফিরছে ১২ ক্রিকেটার, বাকিরা সোমবার ◈ বিসিবি আমাকে অধিনায়কত্বের দায়িত্ব দিলে আমি নিতে প্রস্তুত: লিটন দাস ◈ বাংলাদেশে হিন্দুদের জন্য ভারতের আসলে কতদূর কী করার আছে? ◈ ভারতে পাচার হওয়া ১৫ নারী, শিশুকে ট্রাভেল পারমিটে ফেরত

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:১৪ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওয়েস্ট ইন্ডিজ থেকে রোববার দেশে ফিরছে ১২ ক্রিকেটার, বাকিরা সোমবার

নিজস্ব প্রতিবেদক: লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়েছে। লাল-সবুজের দল প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে। এই সাফল্যের পর, দীর্ঘ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সফর শেষ করে ঢাকায় ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এই ফিরতি যাত্রা তিন ধাপে হবে। প্রথম ধাপে ২২ ডিসেম্বর রোববার সকাল ১০টায় পাঁচ জন এবং বিকেল পাঁচটায় সাত জন খেলোয়াড় ঢাকায় পৌঁছাবেন। দ্বিতীয় ধাপে ২৩ ডিসেম্বর সকাল ৮টা ৩৫ মিনিটে দুইজন এবং ১০টা ৪৫ মিনিটে আরও চার জন ফিরবেন।

এছাড়া, কোচিং স্টাফের সদস্যরা বড় দিনের ছুটিতে যাচ্ছেন এবং দেশে ফিরবেন স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
টেস্ট সিরিজ দিয়ে গত মাসের ২২ নভেম্বর এই সফর শুরু হয়েছিল। যেখানে প্রথম এবং দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ১-১ সমতায় শেষ করেছিল। ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরে গেলেও, টি-টোয়েন্টি সিরিজে ১৬ ডিসেম্বর জয় দিয়ে শুরু করে এবং ১৮ ডিসেম্বর সিরিজ নিশ্চিত করার পর ২০ ডিসেম্বর ক্যারিবিয়ানদের ৩-০ তে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে। লিটন শুধু টি টোয়েন্টি সিরিজের নেতৃত্ব দেন। বাকি দুই সিরিজের নেতৃত্ব দিয়েছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়