শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:১৪ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওয়েস্ট ইন্ডিজ থেকে রোববার দেশে ফিরছে ১২ ক্রিকেটার, বাকিরা সোমবার

নিজস্ব প্রতিবেদক: লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়েছে। লাল-সবুজের দল প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে। এই সাফল্যের পর, দীর্ঘ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সফর শেষ করে ঢাকায় ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এই ফিরতি যাত্রা তিন ধাপে হবে। প্রথম ধাপে ২২ ডিসেম্বর রোববার সকাল ১০টায় পাঁচ জন এবং বিকেল পাঁচটায় সাত জন খেলোয়াড় ঢাকায় পৌঁছাবেন। দ্বিতীয় ধাপে ২৩ ডিসেম্বর সকাল ৮টা ৩৫ মিনিটে দুইজন এবং ১০টা ৪৫ মিনিটে আরও চার জন ফিরবেন।

এছাড়া, কোচিং স্টাফের সদস্যরা বড় দিনের ছুটিতে যাচ্ছেন এবং দেশে ফিরবেন স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
টেস্ট সিরিজ দিয়ে গত মাসের ২২ নভেম্বর এই সফর শুরু হয়েছিল। যেখানে প্রথম এবং দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ১-১ সমতায় শেষ করেছিল। ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরে গেলেও, টি-টোয়েন্টি সিরিজে ১৬ ডিসেম্বর জয় দিয়ে শুরু করে এবং ১৮ ডিসেম্বর সিরিজ নিশ্চিত করার পর ২০ ডিসেম্বর ক্যারিবিয়ানদের ৩-০ তে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে। লিটন শুধু টি টোয়েন্টি সিরিজের নেতৃত্ব দেন। বাকি দুই সিরিজের নেতৃত্ব দিয়েছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়