শিরোনাম
◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা ◈ পর্যটকদের ওপর গুলি, কাশ্মীরে নিহত অন্তত ২৪

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:১৪ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওয়েস্ট ইন্ডিজ থেকে রোববার দেশে ফিরছে ১২ ক্রিকেটার, বাকিরা সোমবার

নিজস্ব প্রতিবেদক: লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়েছে। লাল-সবুজের দল প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে। এই সাফল্যের পর, দীর্ঘ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সফর শেষ করে ঢাকায় ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এই ফিরতি যাত্রা তিন ধাপে হবে। প্রথম ধাপে ২২ ডিসেম্বর রোববার সকাল ১০টায় পাঁচ জন এবং বিকেল পাঁচটায় সাত জন খেলোয়াড় ঢাকায় পৌঁছাবেন। দ্বিতীয় ধাপে ২৩ ডিসেম্বর সকাল ৮টা ৩৫ মিনিটে দুইজন এবং ১০টা ৪৫ মিনিটে আরও চার জন ফিরবেন।

এছাড়া, কোচিং স্টাফের সদস্যরা বড় দিনের ছুটিতে যাচ্ছেন এবং দেশে ফিরবেন স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
টেস্ট সিরিজ দিয়ে গত মাসের ২২ নভেম্বর এই সফর শুরু হয়েছিল। যেখানে প্রথম এবং দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ১-১ সমতায় শেষ করেছিল। ওয়ানডে সিরিজে বাংলাদেশ হেরে গেলেও, টি-টোয়েন্টি সিরিজে ১৬ ডিসেম্বর জয় দিয়ে শুরু করে এবং ১৮ ডিসেম্বর সিরিজ নিশ্চিত করার পর ২০ ডিসেম্বর ক্যারিবিয়ানদের ৩-০ তে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে। লিটন শুধু টি টোয়েন্টি সিরিজের নেতৃত্ব দেন। বাকি দুই সিরিজের নেতৃত্ব দিয়েছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়