শিরোনাম
◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা ◈ পর্যটকদের ওপর গুলি, কাশ্মীরে নিহত অন্তত ২৪

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:১৩ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবি আমাকে অধিনায়কত্বের দায়িত্ব দিলে আমি নিতে প্রস্তুত: লিটন দাস

স্পোর্টস ডেস্ক: লিটন কুমার দাস, ক্রিকেটে নির্ভরতার প্রতীক। কিন্ত বর্তমানে ব্যাট হাতে তার সময়টা ভালো যাচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরে মোটে ছয়টি ডাক মেরেছেন এ ব্যাটার। তবে অধিনায়ক হিসেবে অনন্য এলকেডি। তার অধীনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ কি করতে পারে তা কারো অজানা নয়। সেই ওয়েস্ট ইন্ডিজকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা লিটন পুরোপুরি ভাবে দায়িত্ব নিতে প্রস্তুত।

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর লিটন বলেন, বিসিবি যদি আমাকে দায়িত্ব দেয় আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটা উপভোগ করছি। এতদিন খেলার অভিজ্ঞতা থেকে আমি অনেক সিদ্ধান্ত নিই, বোলাররাও স্কিল দেখাচ্ছে, মাঠে আমার কাজ সহজ হয়ে যায়।

লিটন আরও বলেন, ওয়েস্ট ইন্ডিজ হোম গ্রাউন্ডে খুব ভালো দল। আমাদের ওপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্সড ব্যাটিং। বলব না খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক। আমরাই যদি বোর্ডে প্রতিদিন কিছু রান দিতে পারি আমাদের বোলারদের স্কিল বাড়ছে, প্রতি ম্যাচেই নিজে থেকে দায়ত্ব নিচ্ছে, ফিল্ড নিজে থেকে সাজাচ্ছে, অনেক কিছু শিখছে। এটা ভালো ইঙ্গিত। আমার কাজ সহজ হয়ে যায়।

টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বল করে সেরা খেলোয়াড় হয়েছেন শেখ মাহেদী হাসান। ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচেই নিকোলাস পুরানের উইকেট নিয়েছেন টাইগার এ স্পিনার। ম্যাচ শেষে পুরানকে আউট করার রহস্য জানিয়েছেন মাহেদী।

তিনি বলেন, 'আমি পুরানকে ভালো জানি। বিপিএলে তার সাথে খেলেছি এবং জানি তার ডানহাতি স্পিন বোলারের জন্য সে কঠিন ব্যাটার হলেও তার জন্য আমাদের ভিন্ন পরিকল্পনা ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়