শিরোনাম
◈ সাকিব-তামিম চাইলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারবেন: বিসিবি সভাপতি ◈ নারী এশিয়া কাপের ফাইনালে রোববার ভারত ও বাংলাদেশ মুখোমুখি ◈ ঢাকা মেট্রোকে হারিয়ে এনসিএল ক্রিকেটের ফাইনালে রংপুর বিভাগ ◈ আইসিসির কাছে বিশপের সুপারিশ, শামীম-জাকেরকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়া হোক  ◈ ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের আলোচনা হয়নি, জানালো জাতীয় নাগরিক কমিটি ◈ সাড়ে চার মাসে সাবেক সচিব, অতিরিক্ত সচিব, উপসচিবসহ ১২ জন গ্রেপ্তার ◈ হাসিনার ফেরিওয়ালা যখন প্রিয়াঙ্কা ◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:০৫ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ বোর্ড সভা ডেকেছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেট এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। সদ্য সমাপ্ত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। এদিকে, অনূর্ধ্ব-১৯ নারী দল খেলছে এশিয়া কাপ এবং সিলেটে চলছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এসব ব্যস্ততার মধ্যেই আজ শনিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বছরের শেষ বোর্ড মিটিং।

বিসিবির এই বোর্ড মিটিং মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টা থেকে শুরু হবে। বছরের শেষ বোর্ড মিটিং হওয়ায় এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- চলতি মাসের শেষে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বোর্ড মিটিংয়ে বিশদ আলোচনা হবে।

বর্তমানে চলমান জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণ নিয়েও আলোচনা হবে। টুর্নামেন্টের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হতে পারে।

জাতীয় দলের অধিনায়কত্ব ইস্যু এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সময়ে নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার বিকল্প হিসেবে নতুন অধিনায়ক নির্বাচন নিয়েও সিদ্ধান্ত হতে পারে। বিসিবির স্ট্যান্ডিং কমিটির গঠন বা এর সম্ভাব্য সময়সূচি নিয়েও আলোচনা হতে পারে। এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়