নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেট এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। সদ্য সমাপ্ত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। এদিকে, অনূর্ধ্ব-১৯ নারী দল খেলছে এশিয়া কাপ এবং সিলেটে চলছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এসব ব্যস্ততার মধ্যেই আজ শনিবার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বছরের শেষ বোর্ড মিটিং।
বিসিবির এই বোর্ড মিটিং মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টা থেকে শুরু হবে। বছরের শেষ বোর্ড মিটিং হওয়ায় এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- চলতি মাসের শেষে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বোর্ড মিটিংয়ে বিশদ আলোচনা হবে।
বর্তমানে চলমান জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণ নিয়েও আলোচনা হবে। টুর্নামেন্টের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হতে পারে।
জাতীয় দলের অধিনায়কত্ব ইস্যু এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সময়ে নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার বিকল্প হিসেবে নতুন অধিনায়ক নির্বাচন নিয়েও সিদ্ধান্ত হতে পারে। বিসিবির স্ট্যান্ডিং কমিটির গঠন বা এর সম্ভাব্য সময়সূচি নিয়েও আলোচনা হতে পারে। এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
আপনার মতামত লিখুন :