শিরোনাম
◈ আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে: ড. মুহাম্মদ ইউনূস ◈ তুরাগ নদীর  সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক পানিতে ◈ হাইকোর্টে উপদেষ্টা হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত ◈ জার্মানিতে গাড়ি চালিয়ে সৌদি নাগরিকের হামলা, বহু হতাহত ◈ বনানী বস্তির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ◈ ঢালাও মামলা, দেশে-বিদেশে আইনি লড়াইয়ের প্রস্তুতি আ.লীগের ◈ ওয়েস্ট ইন্ডিজ থেকে রোববার দেশে ফিরছে ১২ ক্রিকেটার, বাকিরা সোমবার ◈ বিসিবি আমাকে অধিনায়কত্বের দায়িত্ব দিলে আমি নিতে প্রস্তুত: লিটন দাস ◈ বাংলাদেশে হিন্দুদের জন্য ভারতের আসলে কতদূর কী করার আছে? ◈ ভারতে পাচার হওয়া ১৫ নারী, শিশুকে ট্রাভেল পারমিটে ফেরত

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৪ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় স্ট্যাম্পে লাথি মারায় হেনরি ক্লাসেনকে জরিমানা

স্পোর্টস ডেস্ক: ইনিংসের ৪৩তম ওভারের তৃতীয় বলে শাহীন শাহ আফ্রিদির ফুলার লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারার চেষ্টায় ডিপ মিড উইকেটে সাইম আইয়ুবের হাতে সহজ ক্যাচ দিয়েছিলেন হেনরিখ ক্লাসেন। হাতে পড়লেও সেটা লুফে নিতে পারেননি তরুণ সাইম। জীবন পেলেও তা খুব বেশি কাজে লাগেনি ক্লাসেনের।

পরের ওভারে নাসিম শাহর শর্ট লেংথ ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে পুল করেছিলেন ডানহাতি এই ব্যাটার। টাইমিংয়ে গড়বড় হওয়ায় সীমানার খুব কাছে দাঁড়িয়ে থাকা ইরফান খানকে ক্যাচ দিয়েছেন ৭৪ বলে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। শেষ ব্যাটার হিসেবে ক্লাসেন আউট হলে ৩৩০ রান তাড়ায় সাউথ আফ্রিকা অল আউট হয়েছে ২৪৮ রানে। - ক্রিকফ্রেঞ্জি 

দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া ৮১ রানের জয়ে ম্যাচ ও সিরিজ জিতে নেয় সফরকারী পাকিস্তান। নাসিমের বলে পুল করে আউট হওয়ায় রাগে, ক্ষোভে স্ট্যাম্পে লাথি মারেন ক্লাসেন। এমন কা-ের জন্য সাউথ আফ্রিকার উইকেটকিপার ব্যাটারকে শাস্তি দিয়েছে আইসিসি। 

আচরণবিধির লেভেলে-১ এর ২.২ ধারা ভাঙার অপরাধে ক্লাসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সেই সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ডিমেরিট পাওয়ার ঘটনা না থাকায় নিষিদ্ধ হওয়ার শঙ্কায় পড়তে হচ্ছে না ক্লাসেনকে। 

ম্যাচ শেষে সাউথ আফ্রিকার ব্যাটারের বিপক্ষে আচরণবিধি ভঙের অভিযোগ এনেছিলেন অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ, লুবাবালো কুমা, টিভি আম্পায়ার নীতিন মেনন। তাদের অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্লাসেনকে এই শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। ক্লাসেন শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

সাইম ও সালমান আলী আঘার অলরাউন্ড পারফরম্যান্সে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে সফরকারীদের ৩২৯ রানের পুঁজি এনে দিয়েছেন বাবর আজম, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও কামরান গুলাম। বল হাতে পাকিস্তানের ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করেছেন শাহীন আফ্রিদি, নাসিম ও আবরার আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়