শিরোনাম
◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার ◈ নতুন প্রযুক্তি আসছে ব্যাটারিচালিত রিকশায় ◈ মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীদের হাতে খুন হন কামরুল হাসান, জড়িত ২ কিশোর গ্রেপ্তার ◈ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি : এবিসির রিপোর্ট ◈ চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে , ২-৩ দিনের মধ্যেই অভিযান: ডিএমপি কমিশনার ◈ সাংবাদিকদের জন্য বিপজ্জনক ভারত! ◈ দেড় শতাধিক নিহতের দাবি তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে, যা জানালো রিউমর স্ক্যানার ◈ সাগরে নিম্নচাপ: শীত ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৪ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারত ও ইংল্যান্ডের পর বাংলাদেশের রেকর্ড

এল আর বাদল: বাংলাদেশ ক্রিকেট দল নতুন এক মাইলফলক স্থাপন করেছে। তারা সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। এটি ক্যারিবিয়ানদের মাটিতে বাংলাদেশের প্রথম হোয়াইটওয়াশ জয়। 

সিরিজের তিনটি ম্যাচেই বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে এবং প্রতিটি ম্যাচে জয়লাভ করে। প্রথম ম্যাচে রাভমেন পাওয়েলদের ৭ রানে হারানোর পর পরবর্তী দুটি ম্যাচে ক্যারিবিয়ানদের ২৭ এবং ৮০ রানে পরাজিত করে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

এমন জয়ের মাধ্যমে বাংলাদেশ বিদেশের মাটিতে এক যুগ পর একটি দলকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করেছে। এর আগে ২০১২ সালে আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশ আইরিশদের ৩-০ ব্যবধানে হারিয়েছিল।

বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ পর্যন্ত ৭টি হোয়াইটওয়াশ ঘটনা ঘটেছে। যার মধ্যে ৪টি ছিল তাদের নিজস্ব মাটিতে। ২০১৯ সালে ভারত এবং ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল, আর এবার সেই তালিকায় যোগ হলো বাংলাদেশের নাম।

এছাড়া, বাংলাদেশ ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে ৩ বার হোয়াইটওয়াশ করেছে, এর মধ্যে ইংল্যান্ডও রয়েছে। গত বছর ঘরের মাটিতে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছিল বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়