শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৪, ০৭:১৮ বিকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: টানা দুই ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিলো পাকিস্তান। তারা আফ্রিকাকে ৮১ রানে হারিয়েছে। 

বাবর, রিজওয়ান ও কামরানের ফিফটিতে ৩২৯ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শাহীন আফ্রিদি আর নাসিম শাহর পেসে ২৪৮ রানে অলআউট হয় স্বাগতিকরা।

কেপটাউনে আগে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হন পাকিস্তানি ওপেনার আব্দুল্লাহ শফিক। আর ২৫ রান করেন সাইম আইয়ুব। তবে রান পেয়েছেন দুই অভিজ্ঞ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাবর ৭৩ আর রিজওয়ান করেন ৮০ রান। এরপর মিডল অর্ডারে সালমান আগার ৩৩ আর কামরান গুলামের ৬৩ রানের টর্নেডো ইনিংসে ৩২৯ রানের বড় পুঁজি পায় অতিথিরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে কোয়েনা মাফাকার শিকার ৪ উইকেট। মার্কো ইয়ানশ্যেন তুলে নেন ৩টি উইকেট। জবাবে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে শুরু থেকে চাপে রাখেন নাসিম শাহ ও আবরার আহমেদ। বাভুমা ১২, ডি জর্জি ৩৪, ফন ডার ডুসেন ২৩, মার্করাম ২১ রানের ছোট ছোট ইনিংস খেলে আউট হয়েছেন। তবে একাই লড়ছিলেন হাইনরিখ ক্লাসেন। কিন্তু আগ্রাসী ৯৭ রানের ইনিংস খেলার পর এই ব্যাটারকে ফেরান নাসিম। শেষ দিকে শাহীন আফ্রিদি প্রোটিয়াদের লেজ ছেটে দিলে দলটি অলআউট হয় ২৪৮ রানে।

পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি নিজের ঝোলায় পোরেন ৪টি উইকেট। আরেক পেসার নাসিম শাহ ৩টি এবং স্পিনার আবরার আহমেদ শিকার করেন ২টি উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়