স্পোর্টস ডেস্ক: শ্বাসরুদ্ধকর লড়াইয়ের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে উঠেছে টটেনহ্যাম। তবে আরেক জায়ান্ট চেলসি উয়েফা কনফারেন্স লিগে শামরক রোভার্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। এদিকে কোপা ইতালিয়ার ম্যাচে উদিনেসকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান।
ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই জায়ান্ট টটেনহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে ১৩ মিনিটে স্ট্রাইকার ডোমেনিক সোলাঙ্কের গোলে প্রথম লিড নেয় টটেনহ্যাম। ৪৬ মিনিটে স্পার্সদের লিড দ্বিগুন করেন কুলেসিভস্কি। আর ৫৪ মিনিজে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন সোলাঙ্কে।
তবে এরপর দারুণ ভাবে ম্যাচে ফেরে ম্যানইউ। ৬৩ মিনিটে এক গোল শোধ দেন জশুয়া জিরকোজি। ৭০ মিনিটে স্কোর লাইন ৩-২ করেন ডিয়ালো। তবে ৮৮ মিনিটে টটেনহ্যামের হয়ে ৪র্থ গোল করেন সন হিয়ুন মিন। ম্যাচের ইনজুরি সময়ে কইভান্স ম্যানইউর হয়ে আরও এক গোল শোধ দিলেও ৪-৩ গোলে জয় পায় টটেনহ্যাম।
আপনার মতামত লিখুন :