শিরোনাম
◈ জনসংখ্যা দ্রুত কমছে, মাথা খারাপ ভারতের! ◈ প্রধান উপদেষ্টাকে যে কারণে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল ◈ উপদেষ্টা হাসান আরিফের মরদেহ দেখতে ল্যাবএইড হাসপাতালে গেলেন: মির্জা ফখরুল  ◈ হামজার মতো আরও কিছু প্রবাসী বাংলাদেশিকে দেশের হয়ে খেলার জন্য অনুপ্রেরণা দিবে বাফুফে ◈ নেপালকে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ হলো বাংলাদেশ ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্য নিয়ে ‘‘কড়া প্রতিবাদ’’ জানিয়েছে ভারত ◈ দেশে ফিরেই বিমানবন্দর থেকে হাসপাতালে ছুটে গেলেন প্রধান উপদেষ্টা ◈ অল্পকিছু টাকা দিয়ে মানুষ হারানোর অভাব পূরণ করা সম্ভব নয়: সারজিস আলম ◈ দ্বীপরাষ্ট্র ভানুয়াতু এর পাসপোর্ট কিনেছেন সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল! ◈ কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন উপদেষ্টা হাসান আরিফ

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৪, ১০:১৮ দুপুর
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইওয়াশ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ ড্রর পর ওয়ানডেতে ধবলধোলাই হয় বাংলাদেশ। এবার টি- টোয়েন্টিতে সব কিছুর শোধ নিলো বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের আর্নস ভেলে স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ যখন ১৮৯ রান সংগ্রহ করে, তখন টাইগারদের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। কারণ এর আগের দুই টি-টোয়েন্টিতে কোনো দলই দেড়শো রান করতে পারেনি। 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১০৯ রানে শেষ হয় ক্যারিবিয়ানদের ইনিংস। বাংলাদেশ পায় ৮০ রানের জয়। তাতেই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার বদলা টি-টোয়েন্টিতে এসে নিলো লিটন কুমার দাস-জাকের আলী অনিকরা।

আঙুলের চোটের কারণে তৃতীয় টি-টোয়েন্টিতে ছিলেন না সৌম্য সরকার। তাতেই পারভেজ হোসেন ইমনের মেলে সুযোগ। একাদশে ফিরে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তরুণ এই ওপেনার। আলজারি জোসেফ-রোমারিও শেফার্ডদের বাজে বল পেলেই মেরেছেন বাউন্ডারি। অপরপ্রান্তে তিন বাউন্ডারি মেরে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন লিটন কুমার দসা। তবে তার ব্যাটিংয়ের সেই পুরনো চিত্র। শেফার্ডকে মারতে গিয়ে আকাশে বল তুলে প্যাভিলিয়নে ফিরেছেন এলকেডি। টাইগার অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১২ বলে ৩ চারে ১৩ রান।

লিটন ফিরলেও আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন ইমন। তবে পাওয়ারপ্লের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন তরুণ এ ওপেনার। তাতেই থামে ২১ বলে ৩৯ রানের ইনিংসটি। সুযোগ কাজে লাগাতে পারেননি তানজিদ হাসান তামিম। ৯ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এরপর উইকেটে এসে জুটি গড়ার চেষ্টা করেছেন জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজ। ২৩ বলে ৩ বাউন্ডারিতে ২৯ রান করে ফেরেন মিরাজ।
তবে গত দুই ম্যাচে দুর্দান্ত খেলা শামীম হোসেন পাটোয়ারী ফিরেছেন রান আউট হয়ে। রোস্টন চেজের করা ১৫তম ওভারের তৃতীয় বলে ২ রান নিতে চেয়েছিলেন জাকের। ১ রান নেওয়ার পর জাকের দৌড় শুরু করলেও শামীম সাড়া দেননি। 

প্রথম ভাবা হয়েছিল জাকের রান আউট। কারণ দুজনেই এক প্রান্তে! রাগে গজরাতে গজরাতে জাকের ড্রেসিংরুমে ফিরেও গিয়েছিলেন। কিন্তু তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লেতে দেখেছেন, ওই প্রান্তে শামীমের আগে জাকের ক্রিজে ব্যাট প্লেস করেছেন। অর্থাৎ জাকের নয়, শামীম রান আউট! ততক্ষণে জাকের ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন! রিপ্লে দেখার পর তাকে ডেকে আনেন আম্পায়ার।

জীবন পেয়ে ক্যারিবিয়ান বোলারদের ওপর তান্ডব চালিয়েছেন অনিক। তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। শেষ পর্যন্ত ৪১ বলে ৩ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৭২ রান করে অপরাজিত থাকেন ডানহাতি এ ব্যাটার।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন রোমারিও শেফার্ড। একটি করে উইকেট নিয়েছেন রোস্টন চেজ, আলজারি জোসেফ ও গুড়াকেশ মোতি।

রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় বলেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। কিংকে এলবিডব্লিউ করেন ডানহাতি এ পেসার। রিভিউ নিয়েও রক্ষা হয়নি। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচেই কিংকে আউট করলেন তাসকিন।

শাই হোপ না থাকায় একাদশে সুযোগ পেয়েছিলেন গ্রিভস। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি তিনি। দ্বিতীয় ওভারে শেখ মাহেদীর তৃতীয় বলে লং অন দিয়ে ছক্কা মারতে গিয়ে বদলি ফিল্ডার আফিফ হোসেনের ক্যাচের শিকার গ্রিভস। ৫ বলে ৬ রানে ফিরলেন।

দুই উইকেট হারানোর পর পাল্টা আক্রমণের চেষ্টা করেছিলেন পুরান ও চার্লস। মাহেদীকে মারতে গিয়ে বোল্ড হয়েছেন পুরান। তাতেই থামে ১০ বলে তার ১৫ রানের ইনিংসটি। সিরিজে তিন ম্যাচেই মাহেদীর শিকার হয়ে ফিরেছেন পুরান। এরপর রোস্টন চেজকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। শট লংঅফে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন মাহেদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়