শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৭ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখে মারাত্মক আঘাত পেয়েছেন দোন্নারুম্মা

বুধবার মোনাকোর বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)) গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা গুরুতর আঘাত পেয়েছেন। মোনাকো ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর বুটের স্পাইকে লেগে দোন্নারুম্মার মুখের ডান পাশে গভীর ক্ষত তৈরি হয়েছে। এই ইতালীয় গোলরক্ষককে এখন লম্বা চিকিৎসার মধ্য দিয়ে যেতে হতে পারে।

এমন গুরুতর আহতের ঘটনাতেও লাল কার্ড পাননি সিঙ্গোর। পিএসজি অধিনায়ক মার্কিনহোস তাতে রেফারির ভুল দেখছেন, 'রেফারি হয়তো ভুল পজিশনে ছিলেন, কিন্তু ভিএআর-এর হস্তক্ষেপ করা উচিত ছিল। খেলোয়াড়দের রক্ষা করতে হবে। এমন পরিস্থিতিতে রেড কার্ড না দেখানো বড় ভুল।' সিঙ্গোর অসাবধানতামূলক কিন্তু বিপদজনক মুভে দোন্নারুম্মা মাঠ ছাড়তে বাধ্য হন। তার জায়গায় আসেন মাতভেই সাফোনভ।

মোনাকোর মাঠে খেলার ১৭ মিনিটে ঘটে এই ঘটনা। আক্রমণে যাওয়া সিঙ্গোর নেওয়া শট আটকে দেন দোন্নারুম্মা। কিন্তু গতির মধ্যে থাকা সিঙ্গোর নিজের ভারসাম্য রক্ষা করতে পারেননি, দোন্নারুম্মাকে টপকে যেতে গিয়ে তার মুখে বুট লাগিয়ে দেন। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টেবল দিয়ে কোনরকম জোড়া লাগানো হয় কাটা অংশ। ফ্যাসিয়াল চিকিৎসায় তার ক্ষত পুরোপুরি সারানোর চিকিৎসা করতে হবে এরপর।

এই ঘটনায় মিনিট পাঁচেক বন্ধ থাকে খেলা। রেফারির কাছে দুর্ঘটনাবশত মনে হওয়ায় কোন কার্ড দেখাননি, ফাউলও দেননি। পিএসজি খেলোয়াড়রা তাতে সন্তুষ্ট নন। দেখা সিঙ্গো। সূত্র : ডেইলিস্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়