শিরোনাম
◈ মানুষ দোয়া করতেছে শেখ হাসিনা আবার ফিরে আসবে: হাজী সেলিম পুত্র (ভিডিও) ◈ ফের ভারতকে হতাশ করলেন ট্রাম্প : ভারতীয় পণ্যে উচ্চহারে শুল্কারোপের হুমকি (ভিডিও) ◈ মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন এর সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময়  ◈ র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে মিরাজ ◈ তাবলিগ জামাআতের নেতৃত্বস্থ মুরুব্বিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান মিজানুর রহমান আজহারীর ◈ অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন করবে না: উপদেষ্টা সাখাওয়াত ◈ মোদির বিতর্কিত পোস্ট : মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল সরকার ◈ ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াই হলো জনগণের আস্থার প্রতিফলন: তারেক জিয়া ◈ ব্যবসায়ীরা খুব শক্তিশালী, সেটা ভাঙা সহজ না: অর্থ উপদেষ্টা ◈ কাউন্সিলরদের পরিবর্তে প্রশাসক নিয়োগের বিষয়ে একমত নয় বৈষম্যবিরোধী আন্দোলন (ভিডিও)

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩২ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে মিরাজ

গত সপ্তাহে টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তালিকায় দুই নম্বরে ওঠেন মেহেদী হাসান মিরাজ। লাল বলের র‍্যাঙ্কিংয়ে এটি ক্যারিয়ারসেরা অবস্থানও তাঁর। আজ আইসিসির র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে আবারও সুখবর পেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তালিকায় চার নম্বর থেকে তিন নম্বরে উঠেছেন মিরাজ। ৫০ ওভারের সংস্করণেও এটি তাঁর ক্যারিয়ারসেরা অবস্থান।

গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হারলেও ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিন ম্যাচে ব্যাট হাতে ১১৬ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩ উইকেট। এই পারফরম্যান্স ছাপ পড়ে র‍্যাঙ্কিংয়ে। উঠেছিলেন ওয়ানডের অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৪ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ সফরেও সেই ছন্দে ধরে রেখে তিন ওয়ানডেতে ১ উইকেটের পাশাপাশি করেছেন ১৫২ রান। এই সুবাদে চার থেকে এবার উঠলেন ৩ নম্বরে।

নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজ হারলেও বল হাতে আলো ছড়িয়েছেন আকিল হোসেন। প্রথম ম্যাচে ১৬ রানে ২ উইকেট, দ্বিতীয় ম্যাচে ১৬ রানে নিয়েছেন ১ উইকেট। আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ টপকে এ বাঁহাতি স্পিনার উঠলেন শীর্ষে। তিনধাপ এগিয়ে ১৮ নম্বরে বাংলাদেশের তাসকিন আহমেদ। দুই ধাপ পিছিয়ে ১৯ নম্বরে মোস্তাফিজুর রহমান। ৬ ধাপ পিছিয়ে ব্যাটারদের তালিকায় ৩০ নম্বরে তাওহীদ হৃদয়।

হ্যারি ব্রুককে দুই নম্বরে নামিয়ে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন জো রুট। টেস্টে অলরাউন্ডারদের তালিকায় ২ নম্বর অবস্থান ধরে রেখেছেন মিরাজ। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে আছেন বাবর আজমই। তিন ধাপ পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক আছেন তালিকায় ৩০ নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়