শিরোনাম
◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা ◈ পর্যটকদের ওপর গুলি, কাশ্মীরে নিহত অন্তত ২৪

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩২ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে মিরাজ

গত সপ্তাহে টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তালিকায় দুই নম্বরে ওঠেন মেহেদী হাসান মিরাজ। লাল বলের র‍্যাঙ্কিংয়ে এটি ক্যারিয়ারসেরা অবস্থানও তাঁর। আজ আইসিসির র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে আবারও সুখবর পেলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তালিকায় চার নম্বর থেকে তিন নম্বরে উঠেছেন মিরাজ। ৫০ ওভারের সংস্করণেও এটি তাঁর ক্যারিয়ারসেরা অবস্থান।

গত নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হারলেও ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিন ম্যাচে ব্যাট হাতে ১১৬ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩ উইকেট। এই পারফরম্যান্স ছাপ পড়ে র‍্যাঙ্কিংয়ে। উঠেছিলেন ওয়ানডের অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৪ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ সফরেও সেই ছন্দে ধরে রেখে তিন ওয়ানডেতে ১ উইকেটের পাশাপাশি করেছেন ১৫২ রান। এই সুবাদে চার থেকে এবার উঠলেন ৩ নম্বরে।

নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ওয়েস্ট ইন্ডিজ হারলেও বল হাতে আলো ছড়িয়েছেন আকিল হোসেন। প্রথম ম্যাচে ১৬ রানে ২ উইকেট, দ্বিতীয় ম্যাচে ১৬ রানে নিয়েছেন ১ উইকেট। আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ টপকে এ বাঁহাতি স্পিনার উঠলেন শীর্ষে। তিনধাপ এগিয়ে ১৮ নম্বরে বাংলাদেশের তাসকিন আহমেদ। দুই ধাপ পিছিয়ে ১৯ নম্বরে মোস্তাফিজুর রহমান। ৬ ধাপ পিছিয়ে ব্যাটারদের তালিকায় ৩০ নম্বরে তাওহীদ হৃদয়।

হ্যারি ব্রুককে দুই নম্বরে নামিয়ে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন জো রুট। টেস্টে অলরাউন্ডারদের তালিকায় ২ নম্বর অবস্থান ধরে রেখেছেন মিরাজ। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে আছেন বাবর আজমই। তিন ধাপ পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক আছেন তালিকায় ৩০ নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়