শিরোনাম
◈ করফাঁকির কারণে ২০২৩ সালে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার: সিপিডি ◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৮:৩০ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা দ্য বেস্ট : মেসি কাকে ভোট দিলেন, অধিনায়ক হয়েও ভোট দেননি রোনালদো

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’। সেরা ফুটবলার বাছাইয়ের প্রক্রিয়ায় ভোট দেন ফিফার তালিকাভুক্ত প্রত্যেক দেশের অধিনায়ক, কোচ এবং নির্বাচিত গণমাধ্যম প্রতিনিধিরা। আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ভোট দিয়েছেন লিওনেল মেসি। তবে পর্তুগালের অধিনায়ক হওয়া সত্ত্বেও ভোট দেননি ক্রিস্টিয়ানো রোনালদো।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভিনিসিউস জুনিয়রের হাতে ফিফার বর্ষসেরার পুরস্কার তুলে দেওয়া হয়। ইউরোপের শীর্ষ লিগে না খেললেও এবার ফিফার সেরার তালিকার মনোনয়নে ছিলেন লিওনেল মেসি। এমনকি কিলিয়ান এমবাপ্পে, টনি ক্রুসদের মতো ফুটবলারদের পেছনে ফেলে ষষ্ঠ সর্বোচ্চ ভোট পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। 

অধিনায়ক হিসেবে একজন সর্বোচ্চ তিনটি ভোট দিতে পারেন। এক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্রমতালিকা করা হয়। সবচেয়ে পছন্দের ফুটবলারকে রাখা হয় সবার ওপরে। সেক্ষেত্রে পয়েন্টও তিনি বেশি পান। অধিনায়ক হিসেবে এবার লিওনেল মেসি প্রথমে রেখেছেন বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামালকে। এরপর তিনি ভোট দিয়েছেন পিএসজিতে তার সাবেক সতীর্থ কিলিয়ান এমবাপ্পে এবং সবশেষ ভোটটা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউসকে।

সেরাদের মনোনয়নে মেসির নাম থাকলেও ছিল না রোনালদো নাম। যদিও সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে দুর্দান্ত খেলছেন এই ফরোয়ার্ড। পর্তুগালের হয়েও দুর্দন্ত ফর্মে আছেন তিনি। এমনকি পর্তুগুালের অধিনায়ক হলেও ভোট দেননি এই তারকা। রোনালদোর জায়গায় ভোট দিয়েছেন পর্তুগালের ম্যানচেস্টার সিটি তারকা বার্নান্দো সিলভা। এই মিডফিল্ডার বেছে নিয়েছেন যথাক্রমে রদ্রি, ভিনিসিউস ও আর্লিং হল্যান্ডকে। 

২০২২ সালের কাতার বিশ্বকাপের পর থেকেই পর্তগালের শুরুর একাদশে একটু অনিয়মিত রোনালদো। ওই সময় থেকেই ফিফা দ্য বেস্ট পুরস্কারের ভোট দেন তখনকার সহ-অধিনায়ক পেপে। এখন এই ডিফেন্ডারও আছেন অবসরে। তাই ভোট দেওয়ার দায়িত্ব পড়েছে সিলভার ওপর। 

পশ্চিমা গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর ভোট থেকে বিরত থাকার প্রধান কারণ হতে পারে তার বয়স। ক্যারিয়ারের শেষের দিকে অবস্থান করছেন তিনি। তাই পর্তুগাল ভবিষ্যৎ অধিনায়ক তৈরির দিকে নজর দিচ্ছে। আর সিলভা যেহেতু বর্তমান পর্তুগাল দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাই দায়িত্বটা তার উপরই পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়