শিরোনাম
◈ শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু ◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:০২ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ

মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে মালয়েশিয়াকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আর এ জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে টাইগ্রেস যুবারা।

আজ মঙ্গলবার কুয়ালালামপুরে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। জবাবে ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া।

এদিন টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত থাকেন জান্নাতুল মাওয়া। তিনি ৪৫ বলে ৪টি চারে নিজের ইনিংস সাজান। এছাড়া নিচের ব্যাটার সাদিয়া ১৯ বলে ঝড়ো ৩১ রান করেন। আর ওপেনার ফাহোমিদা ছোয়ার ব্যাট থেকে ২৬ রান আসে।

মাশয়েশিয়ার বোলারদের মধ্যে মারশা কুইসটিনা বিনতি আব্দুল্লাহ ৩টি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নামা স্বাগতিকরা বাংলাদেশের বোলারদের তোপে দাঁড়াতেই পারেনি। তাদের কোনো ব্যাটারই দুই অঙ্কর ঘরে পৌঁছাতে পারেননি। বাংলাদেশ বোলার নিশিতা আক্তার নিশি ৩.৫ ওভারে মাত্র ৩ রানে ৫টি উইকেট দখল করেন। এছাড়া হাবিবা ইসলাম পান ৩টি উইকেট।

সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলংকা। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার ফোর শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল ২২ ডিসেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়