শিরোনাম
◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা ◈ পর্যটকদের ওপর গুলি, কাশ্মীরে নিহত অন্তত ২৪

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:০২ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ

মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে মালয়েশিয়াকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আর এ জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে টাইগ্রেস যুবারা।

আজ মঙ্গলবার কুয়ালালামপুরে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। জবাবে ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া।

এদিন টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত থাকেন জান্নাতুল মাওয়া। তিনি ৪৫ বলে ৪টি চারে নিজের ইনিংস সাজান। এছাড়া নিচের ব্যাটার সাদিয়া ১৯ বলে ঝড়ো ৩১ রান করেন। আর ওপেনার ফাহোমিদা ছোয়ার ব্যাট থেকে ২৬ রান আসে।

মাশয়েশিয়ার বোলারদের মধ্যে মারশা কুইসটিনা বিনতি আব্দুল্লাহ ৩টি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নামা স্বাগতিকরা বাংলাদেশের বোলারদের তোপে দাঁড়াতেই পারেনি। তাদের কোনো ব্যাটারই দুই অঙ্কর ঘরে পৌঁছাতে পারেননি। বাংলাদেশ বোলার নিশিতা আক্তার নিশি ৩.৫ ওভারে মাত্র ৩ রানে ৫টি উইকেট দখল করেন। এছাড়া হাবিবা ইসলাম পান ৩টি উইকেট।

সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলংকা। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার ফোর শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল ২২ ডিসেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়