শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:০২ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ

মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে মালয়েশিয়াকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আর এ জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে টাইগ্রেস যুবারা।

আজ মঙ্গলবার কুয়ালালামপুরে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। জবাবে ১৪.৫ ওভারে মাত্র ২৯ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া।

এদিন টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করে অপরাজিত থাকেন জান্নাতুল মাওয়া। তিনি ৪৫ বলে ৪টি চারে নিজের ইনিংস সাজান। এছাড়া নিচের ব্যাটার সাদিয়া ১৯ বলে ঝড়ো ৩১ রান করেন। আর ওপেনার ফাহোমিদা ছোয়ার ব্যাট থেকে ২৬ রান আসে।

মাশয়েশিয়ার বোলারদের মধ্যে মারশা কুইসটিনা বিনতি আব্দুল্লাহ ৩টি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নামা স্বাগতিকরা বাংলাদেশের বোলারদের তোপে দাঁড়াতেই পারেনি। তাদের কোনো ব্যাটারই দুই অঙ্কর ঘরে পৌঁছাতে পারেননি। বাংলাদেশ বোলার নিশিতা আক্তার নিশি ৩.৫ ওভারে মাত্র ৩ রানে ৫টি উইকেট দখল করেন। এছাড়া হাবিবা ইসলাম পান ৩টি উইকেট।

সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলংকা। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার ফোর শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল ২২ ডিসেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়