স্পোর্টস ডেস্ক: অবসান হতে যাচ্ছে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে চলমান বিতর্কের। আইসিসি জানিয়েছে, ২০২৫ সালের এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষায় থাকলেও, বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। - এনডিটিভি
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওতে তিনি বলেছেন, পাকিস্তানের হাইব্রিড মডেল মেনে নেয়া পিসিবির পরাজয়। তিনি আরও বলেন, আইসিসি পিসিবিকে ‘ললিপপ’ দিয়েছে, যাতে বোর্ড তাদের শর্ত মেনে নেয়।
বাসিত আলী জানান, এখন বলা হচ্ছে, ২০২৭ এবং ২০২৮ সালে পাকিস্তান দুইটি নারী ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে। এটা দেখে সবাই বলবে, ‘দারুণ তো!’ তবে এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের কোনো বাস্তব লাভ নেই। পিসিবি যদি এই ললিপপ নিয়ে নেয়, তারা সব হারাবে।
চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। পিসিবি এই মডেল মেনে নিয়েছে কারণ, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কোনো ম্যাচ ভারতে আয়োজিত হবে না। বরং পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হবে বলে নিশ্চিত করেছে আইসিসি।
বাসিত আলীর দাবি, নারী ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজন পিসিবিকে আর্থিক বা কৌশলগতভাবে লাভবান করবে না। তিনি মনে করেন, আইসিসির এই প্রস্তাবগুলো কেবলমাত্র পাকিস্তানকে খুশি করার চেষ্টা। এই সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানে বিতর্কের শেষ নেই। সমালোচকদের মতে, এটি পিসিবির জন্য আরও চাপ ও চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।
আপনার মতামত লিখুন :