শিরোনাম
◈ চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজা নদভী আটক ◈ ঠোঁট সেলাই, গোপন বন্দিশালা, সিমেন্টে বেঁধে নদীতে ফেলা- গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র ◈ দেনমোহর সম্পর্কে যা জানা খুবই গুরুত্বপূর্ণ ◈ পনের বছরে সৌদিতে ১৩,৬৮৫ প্রবাসী বাংলাদেশির মৃত্যু ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই, আর্জেন্টিনা জিতেছে, অন্য ম্যাচে বিধ্বস্ত ব্রাজিল ◈ যদি দরকার হয় তুরাগ নদী রক্তে লাল করে দেব: মামুনুল হক ◈ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ ◈ বরিশালের কাছে হেরে গেলো তামিমের চট্টগ্রাম  ◈ বছর ঘুরলেই বাড়ে বাড়ি ভাড়া, অসহায় মানুষ ◈ রাষ্ট্র মেরামতে সরকারের কেমন সময় লাগবে তা জানার অধিকার জনগণের আছে : তারেক রহমান 

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:২৪ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই, আর্জেন্টিনা জিতেছে, অন্য ম্যাচে বিধ্বস্ত ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: ফুটবলে নয়, এবার ক্রিকেটে মজেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। তারা ২২ গজের ব্যাট হাতে কারিশমা দেখাতে মাঠে নামে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে চলছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ। 

আমেরিকা থেকে উপ আঞ্চলিক বাছাই পর্বে শনিবার (১৪ ডিসেম্বর) নিজ নিজ ম্যাচে মাঠে নামে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলের জন্যই ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। ম্যাচটিতে আর্জেন্টিনা দুর্দান্ত জয় তুলে নিলেও প্রতিপক্ষের কাছে যথারীতি বিধ্বস্ত হয়েছে ব্রাজিল।

শনিবার (১৪ ডিসেম্বর) উপ আঞ্চলিক বাছাই পর্বে নিজেদের ৬ষ্ঠ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয় কেম্যান দীপপুঞ্জের। টস জিতে কেম্যান আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সাচা ডি অ্যালভিসের তা-বে তারা নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২২৪ রানের পাহাড় দাঁড় করায়। সাচা ৬৭ বলে ১৫০ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ১৩টি ছক্কা ও ৭টি চারের মার। আরেক অপরাজিত ব্যাটার অক্ষয় নাইডু ৪০ বলে ১ ছক্কা ও ৩ চারে ৫৩ রান করে অপরাজিত থাকেন। 

জবাবে ব্রাজিল কেম্যানের বোলারদের তোপে পড়ে। স্কোরবোর্ডে কোন রান জমা হওয়ার আগেই নিজেদের ইনিংসের ওভারের প্রথম বলে ওপেনার গ্রেইগর ক্যাসলিকে হারায়। শুরুর ধাক্কা সামাল দেয়ার আগেই দলীয় ১৮ রানে লুইস হেনরিক বিদায় নেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্রাজিল। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে তারা ৬৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ব্রাজিলের হয়ে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছে দুই ব্যাটার। কেম্যানের হয়ে বল হাতে আলেসান্দ্রো মরিস ৪ উইকেট তুলে নেন। 

দিনের দ্বিতীয় ম্যাচে দিবাগত রাতে আর্জেন্টিনা মুখোমুখি হয় মেক্সিকোর। টস জিতে মেক্সিকো ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। মেক্সিকোর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২১ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। দলের হয়ে আলেহান্দ্রো ফার্গুসন সর্বোচ্চ ৩৪ রান করেন। আলবিসেলেস্তেদের আর কেউই ২০ এর কোটা ক্রস করতে পারেনি। 

জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৩৩ রান সংগ্রহ করে মেক্সিকোর দুই ব্যাটার। এরপর শশীকান্তকে বিদায় করে জুটি ভাঙেন হার্নান ফেনেল। বিদায়ের আগে ১৪ বলে ১১ রান করেন শশীকান্ত। প্রথম উইকেটের পর মেক্সিকোকে চেপে ধরে আর্জেন্টিনার বোলাররা। স্কোরবোর্ডে ৫০ রান জমা করতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের ১ বল বাকি থাকতে দলীয় শতরানের আগে অলআউট হয়ে যায় মেক্সিকো। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান আসে প্রদীপের ব্যাট থেকে। আর্জেন্টিনার হয়ে ৩ উইকেট পান হার্নান ফ্যানেল। 

আমেরিকা থেকে উপ আঞ্চলিক বাছাই পর্বে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। আলবিসেলেস্তেরা ৪ জয় ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে। অন্যদিকে ব্রাজিল ২ জয়ের বিপরীতে হেরেছে চারটি ম্যাচে। তারা ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের ৭ম স্থানে। টুর্নামেন্টের শীর্ষ তিন দল যাবে পরবর্তী রাউন্ডে উন্নীত হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়