শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৫ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজে ড্র, ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। এবার দুঃস্মৃতিকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

সোমবার মহান বিজয় দিবস। এই দিনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাট-বলের লড়াইয়ে নামবে বাংলাদেশ। অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো খর্ব শক্তির দল হিসেবেই বিবেচিত টাইগাররা। টি-টোয়েন্টি ফরম্যাটে পাওয়ার-হিটার দল হিসেবে খ্যাতি আছে ওয়েস্ট ইন্ডিজের। তারপরও ক্যারিবীয়দের বিপক্ষে ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ।

কিংসটাউনের ভেন্যুতে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল এবং নেদারল্যাসন্ডের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ। ওই দুই জয় বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে টাইগারদের।

টেস্ট ও ওয়ানডেতে সবসময় জ্বলে উঠতে না পারলেও, টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভালো খেলে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দলের বেশিরভাগ খেলোয়াড় বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট খেলে থাকে এবং ওই সব টুর্নামেন্টে তাদের চাহিদা সবসময়ই বেশি থাকে। সংক্ষিপ্ত ভার্সনে  এ পর্যন্ত ১৬বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশ জিতেছে পাঁচটিতে এবং ওয়েস্ট ইন্ডিজের জয় ৯টিতে। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়