শিরোনাম
◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা ◈ পর্যটকদের ওপর গুলি, কাশ্মীরে নিহত অন্তত ২৪

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৫ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজে ড্র, ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। এবার দুঃস্মৃতিকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

সোমবার মহান বিজয় দিবস। এই দিনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাট-বলের লড়াইয়ে নামবে বাংলাদেশ। অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো খর্ব শক্তির দল হিসেবেই বিবেচিত টাইগাররা। টি-টোয়েন্টি ফরম্যাটে পাওয়ার-হিটার দল হিসেবে খ্যাতি আছে ওয়েস্ট ইন্ডিজের। তারপরও ক্যারিবীয়দের বিপক্ষে ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ।

কিংসটাউনের ভেন্যুতে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল এবং নেদারল্যাসন্ডের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ। ওই দুই জয় বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে টাইগারদের।

টেস্ট ও ওয়ানডেতে সবসময় জ্বলে উঠতে না পারলেও, টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে ভালো খেলে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দলের বেশিরভাগ খেলোয়াড় বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট খেলে থাকে এবং ওই সব টুর্নামেন্টে তাদের চাহিদা সবসময়ই বেশি থাকে। সংক্ষিপ্ত ভার্সনে  এ পর্যন্ত ১৬বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশ জিতেছে পাঁচটিতে এবং ওয়েস্ট ইন্ডিজের জয় ৯টিতে। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়