শিরোনাম
◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের ◈ প্রধানমন্ত্রীর তিনটি পদে একযোগে থাকার বিধান বহাল রাখার পক্ষে বিএনপি ◈ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টির আভাস ◈ ২৪ ঘন্টার ব্যবধানে সোনার ভরিতে বাড়লো ৫৩৪২ টাকা ◈ পর্যটকদের ওপর গুলি, কাশ্মীরে নিহত অন্তত ২৪

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৩ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাবা টেস্টে অস্ট্রেলিয়ান স্মিথ ও হেডের সেঞ্চুরির দিনে বুমরাহ নিলেন ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ব্যাকফুটে ভারত। দিনের শুরুতে যশপ্রীত বুমরাহর পেস তোপে দুই ওপেনারকে হারিয়ে দারুণ চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। এরপর মারনাস লাবুশেনকে তুলে নিয়ে সেই চাপ যেন আরও বাড়িয়ে দিয়েছিল ভারত। তবে স্টিভ স্মিথকে নিয়ে ট্র্যাভিস হেডের পাল্টা আক্রমণে তা ভালোভাবেই কাটিয়ে ওঠে স্বাগতিকরা। এই দুই ব্যাটারের সেঞ্চুরির পর বল হাতে আরেকবার জ্বলে উঠে সিরিজে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ।- অলআউট স্পোর্টস

রোববার ব্রিসবেনের গ্যাবায় ৭ উইকেটে ৪০৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। প্রায় দেড় বছর পর টেস্ট সেঞ্চুরির দেখা পাওয়া স্মিথ করেন ১০১ রান। আর টানা দ্বিতীয় টেস্টে তিন অঙ্কের দেখা পাওয়া হেড ফেরেন ১৫২ রানে। এই দুই সেঞ্চুরিয়ানকেই তুলে নেন বুমরাহ।

বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়েছিল মাত্র ১৩ ওভার ২ বল। ২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা উসমান খাজা ও ন্যাথান ম্যাকসুয়েনি জুটিকে এদিন বেশিক্ষণ স্থায়ী হতে দেননি বুমরাহ। ১৭তম ওভারে খাজাকে (২১) কট বিহাইন্ড করানোর পরের ওভারে ম্যাকসুয়েনিকেও (৯) তুলে নেন এই পেসার। ৫৫ বলে ১২ রান লাবুশেনকে ফেরান নিতিশ কুমার রেড্ডি।

স্মিথকে নিয়ে ৭৫ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়ার হাল ধরেন হেড। ক্রিজে এসেই শুরু থেকে ভারতীয় বোলারদের ওপর আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন বাঁহাতি এই ব্যাটার। সঙ্গীর দেখাদেখি নড়বড়ে শুরুকে পেছনে ফেলে স্বাচ্ছন্দে খেলতে শুরু করেন স্মিথও।

মধ্যাহ্ন ভোজের বিরতির পর এই ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে খেই হারিয়ে ফেলে সফরকারীরা। ১১৫ বলে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন হেড। চা বিরতির পর ক্যারিয়ারের ৩৩তম শতক তুলে নেন স্মিথ। ২৪ ইনিংস পর টেস্টে তিন অঙ্কের দেখা পান এই তারকা ব্যাটার। গত বছর জুনে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তিনি সবশেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

সেঞ্চুরির পর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি স্মিথের ইনিংস। দ্বিতীয় নতুন বল নেওয়ার তৃতীয় ওভারে তাকে তুলে নেন বুমরাহ। শেষ হয় চতুর্থ উইকেটে ৩০২ বলে ২৪১ রানের জুটিটি। ১৯০ বলে ১০১ রানের ইনিংসে ১২টি চার মারেন স্মিথ।

৮৭তম ওভারে জোড়া আঘাত হানেন বুমরাহ। দ্বিতীয় বলে তুলে নেন মিচেল মার্শকে (৫)। এরপর ১৬০ বলে ১৮ চারে ১৫২ রান করা হেডকে কট বিহাইন্ড করিয়ে ভারতকে স্বস্তি এনে দেন। একই সঙ্গে ক্যারিয়ারে ১২তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নেন এই ডানহাতি পেসার।

দিনের বাকিটা সময় দেখে শুনে কাটিয়ে দেওয়ার চেষ্টায় ছিলেন অ্যালেক্স ক্যারি ও প্যাট কামিন্স। কিন্তু একদম শেষ দিকে মোহাম্মদ সিরাজ কামিন্সকে (২০) তুলে নেন। ৪৫ রানে ক্যারি ও ৭ রানে স্টার্ক তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়