শিরোনাম
◈ সাকিব আল হাসানকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ ৬ বছর পর রাজনৈতিক কোনো কর্মসূচিতে স্বশরীরে যোগ দিচ্ছেন খালেদা জিয়া ◈ ৫ দাবীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান, বেকায়দায় সচিব ◈ সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে পারছে না : রিজভী ◈ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মীদের বিক্ষোভ, কার্যালয়ে অবরুদ্ধ ডিজি ◈ সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আপাতত কমিশন গঠন করছে না সরকার: হাইকোর্টকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ◈ সরকারি চাকুরেদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত, পাবেন পেনশনভোগীরাও ◈ হিন্দুদের নিয়ে নেবো, তারপর বাংলাদেশের কী হবে? বিজেপি নেতার হুংকার ◈ আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের যোগাযোগের প্রশ্ন উঠছে কেন

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ওয়ানডে ক্রিকেটে বেহালদশা বাংলাদেশের, বিসিবি বিপাকে

এল আর বাদল :  টিম বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে চোখে যেনো অন্ধকার দেখতে শুরু করেছে। হঠাৎ তাদের ছন্দপতন। কোনোভাবেই নিজেদের মেলে ধরতে পারছে না ওয়ানডে সংস্করণে। চলতি বছর আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর, ক্যারিবিয়দের কাছে হোয়াইটওয়াশের লজ্জা। লিটন দাসের অফ ফর্ম নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়নস ট্রফির আগে দল গোছানো নিয়ে বিপাকে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বছরের শেষ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ। ক্যারিবিয়ানে ফুঁটে উঠেছে হতশ্রী পারফরম্যান্স। এটাই আবার টাইগারদের প্রিয় ফরম্যাট। তাই চ্যাম্পিয়নস ট্রফির আগে টিম ম্যানেজমেন্টের চিন্তার কারণ ক্রিকেটারের ফর্ম। ব্যাটারদের অধারাবাহিকতা, যাচ্ছে তাই বোলিং ইউনিট।

ওপেনিং নিয়ে নিয়মিত চলে পরীক্ষা-নিরীক্ষা, দুশ্চিন্তা আছে মিডল অর্ডার নিয়ে। সঙ্কট যখন চতুর্থদিকে তখন কি করে নির্ভার থাকবে বোর্ড কর্তারা? বাজে ফর্মের কারণে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। আবার দলে ফিরতেও খুব বেশি কিছু করতে হয়নি।

এ বছর লিটন খেলেছেন ৫ ওয়ানডে। তিনবার আউট হয়েছেন শুণ্য রানে। বাকি দু'ম্যাচ মিলিয়ে করেছেন ৬ রান। এমন বাস্তবতা মেনে চ্যাম্পিয়নস ট্রফির দল দিতে হবে নির্বাচকদের। সেখানে লিটন থাকলে প্রশ্ন ওঠা অস্বাভাবিক কিছু নয়। আবার বড় মঞ্চে লিটনের বিকল্প কে? এ প্রশ্নের উত্তর দেয়াও যে সহজ নয়।

যে মাহমুদউল্লাহকে নিয়ে এত আলোচনা সেই তিনি ত্রাতা হতে সর্বোচ্চ দিয়েছেন। ক্যারিবিয়ানে তিন ম্যাচে পেয়েছেন ফিফটি। শেষ ওয়ানডেতে তার ব্যাট দিয়েছে অনেক সমালোচনার জবাব।

এটাই বাংলাদেশ ক্রিকেটের অপ্রিয় বাস্তবতা। দীর্ঘদিন ধরে খেলা লিটনরা হারিয়ে খুঁজেন নিজেদের আর ক্যারিয়ারের পড়ন্ত বেলায় মাহমুদউল্লাহদের উপর টিম বাংলাদেশের নির্ভরতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়