শিরোনাম
◈ খালেদা জিয়া আগের যে কোনও সময়ের চেয়ে অনেক ভালো আছেন : ডা. জাহিদ হোসেন ◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:২৩ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

জুনিয়র মহিলা এশিয়া কাপ হকি, শ্রীলঙ্কাকে ৮ গোলে হারালো বাংলাদশ

জুনিয়র মহিলা এশিয়া কাপ হকি, শ্রীলঙ্কাকে ৮ গোলে হারালো বাংলাদশ

স্পোর্টস ডেস্ক: জুনিয়র মহিলা এশিয়া কাপে নবম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। ওমানের মাসকাটে অনুষ্ঠিত হয় এই খেলা। এ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নবম স্থান অর্জন করে তাদের প্রথম জুনিয়র এশিয়া কাপ অভিযান শেষ করল। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরুতে বাংলাদেশ নারীরা বেশ আত্মবিশ্বাসী ছিল। প্রথম কোয়ার্টারে একটি মাত্র গোল পায় দলটি। তবে দ্বিতীয় কোয়ার্টারে আরো দুটি গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে আরো দুটি এবং শেষ কোয়ার্টারে তিনটি গোল করে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ৮-০ ব্যবধানে ম্যাচ শেষ করে। -চ্যানেল২৪  

ম্যাচে একাধিক গোল করার পাশাপাশি সতীর্থদের গোলে সহায়তা করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আইরিন রিয়া। তার অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশকে এ জয়ে অনুপ্রাণিত করেছে।  

বাংলাদেশ নারী হকি দলের জন্য এটি ছিল প্রথম জুনিয়র এশিয়া কাপ। তবে গ্রুপ পর্বে প্রত্যাশিত ফল অর্জন করতে ব্যর্থ হয় দলটি। তারা চারটি ম্যাচেই হেরে ৪০ গোল হজম করে এবং মাত্র দুটি গোল করতে সক্ষম হয়।  

গ্রুপ পর্বের ব্যর্থতার পর নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে নিজেদের প্রমাণের সুযোগ পায় দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয়ের মাধ্যমে নিজেদের সামর্থ্য দেখাতে সক্ষম হয় তারা।  

জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পায়। ভবিষ্যতে আরো উন্নত প্রস্তুতি ও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারলে বাংলাদেশ নারী হকি দল এশিয়া কাপসহ বিশ্ব মঞ্চে ভালো করার সামর্থ্য রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়