শিরোনাম
◈ ভারতে আটক ৬ বাংলাদেশি জেলেকে হস্তান্তর ◈ মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের কুমির রুবেলসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার ◈ সাড়ে ৪ মাস স্থিতিশীল থাকার পর বাড়ল ডলারের দাম ◈ ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট  ◈ ইরানের নতুন এই আবিষ্কার চোখ কপালে উঠার মতই ◈ মুক্তিপণ দিয়ে মুক্তি: হাসপাতাল থেকে পালালেন আ. লীগ নেতা  মিসবাহ উদ্দিন সিরাজ ◈ শারীরিক অবস্থা সুস্থ থাকলে  মুক্তিযোদ্ধা দলের ২১ ডিসেম্বরের  মহাসমাবেশে  অংশ নিবেন খালেদা জিয়া  ◈ হাসিনার জন্মদিন পালন করে ভাইরাল সেই নেত্রী আটক ◈ রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা ফিরবে’, বিক্ষোভের মুখে আটক ১ (ভিডিও) ◈ পুলিশের ওপর হামলার ঘটনায় তাহেরির বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:২২ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে সিলেট বিভাগের টানা তৃতীয় হার

স্পোর্টস ডেস্ক: সিলেট বিভাগ এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচেই হারলো দলটি। তৃতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে তারা ৫ উইকেটে হেরেছে। আগে ব্যাট করে ৬ উইকেটে ১২০ রান করে সিলেট। সেই লক্ষ্য ২৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে রংপুর।

রংপুর এ নিয়ে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে। এই ম্যাচে রংপুরের জয়ের নায়ক নাইম ইসলাম। বাংলাদেশের এক সময়ের তারকা এই ব্যাটার ৩৫ বলে ৫০ রানের ইনিংসে রংপুরকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এ ছাড়া আব্দুল্লাহ আল মামুন শেষদিকে ১২ বলে ২৯ রানের ক্যামিও খেলে রংপুরের জয়ে বড় অবদান রেখেছেন।- ক্রিকফ্রেঞ্জি

অধিনায়ক আকবর আলী ১১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। সিলেটের হয়ে ইবাদত হোসেন নিয়েছেন দুটি উইকেট। আর একটি করে উইকেট গেছে তোফায়েল আহমেদ ও আসাদুল্লাহ আল গালিব ও রাহাতুল ফেরদৌস।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ২৯ রান পায় সিলেট। তৌফিক খান তুষার ১২ রান করে ফিরলেও জিসান আলম করেন ৩১ রান। এই দুই ব্যাটার ফেরার পরই বিপর্যয়ে পড়ে সিলেট। দলীয় পঞ্চাশের আগেই তারা আরও দুই উইকেট হারায়।

এরপর একপ্রান্ত আগলে রেখে খেলেছেন তোফায়েল আহমেদ। তিনি একাই ৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন। সিলেটের আর কোনো ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। এর ফলে তাদের সংগ্রহ বড় হয়নি। রংপুরের হয়ে আরিফ আহমেদ ও এনামুল হক নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়