নিজস্ব প্রতিবেদক: চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের সঙ্গে পেরে উঠলো না আবাহনী। অনেক চড়াই উতরাই পেরিয়েও গোল শোধ করতে পারেনি। মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে তাদের বিরুদ্ধে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগে সোলেমান দিয়াবাতের একমাত্র গোলে আবাহনী লিমিটেডকে ১-০ ব্যবধানে হারিয়েছে সাদা-কালোরা।
জয়সূচক গোলটি আসে প্রথমার্ধের ইনজুরি টাইমে। এছাড়া খেলার শেষ মিনিটে মোহামেডানের জালে আবাহনী বল জড়ালেও তা অফসাইডের কারণে বাতিল হয়।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে মোহামেডান। শেষ দিকে নিজেদের মেলে ধরতে চেষ্টা করে আবাহনী। তবে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি মারুফুল হকের শিষ্যরা। মোহামেডান খেলেছে চার বিদেশি ফুটবলার নিয়ে। অন্যদিকে আবাহনীতে বিদেশি ফুটবলারই নেই। ফলে চাপ কাটিয়ে উঠতে পারেনি তারা। দিনের অন্য ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি।
আপনার মতামত লিখুন :