শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৩ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিএিল টি-টোয়েন্টি ক্রিকেটে ঢাকাকে ১০ উইকেটে হারালো চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক: এনসিএল লিগের নতুন ফরম্যাট টি-টোয়েন্টি লিগে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিলো চট্টগ্রাম। এরপর তারা টানা দ্বিতীয় জয় ঘরে তুলে। নিজেদের তৃতীয় ম্যাচে শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকাকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম। আগে ব্যাট করতে নেমে ফাহাদ হোসেনের তোপের মুখে পড়ে ঢাকা। নতুন বলে সাইফ হাসান-আশিকুর রহমান শিবলিদের দারুণ পরীক্ষা নিয়েছেন বাঁহাতি এ পেসার। ঢাকার ব্যাটিং অর্ডারের প্রথম চার ব্যাটারকেই প্যাভিলিয়নে ফেরত পাঠান ফাহাদ।

প্রথম ম্যাচে দারুণ ব্যাট করা আরিফুল ইসলাম এদিন বড় ইনিংস খেলতে পারেননি। ৭ বলে ২ রান করেন ডানহাতি এ ব্যাটার। সাইফ ও শিবলি ফিরেছেন দ্রুত। ২৪ রানের মধ্যে চার উইকেট হারানো ঢাকা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাত্র ৬৫ রানে অলআউট হয়ে যায় তারা।

চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ফাহাদ হোসেন। দুটি করে উইকেট নিয়েছেন ইরফান হোসাইন, আহমেদ শরীফ ও মাহমুদুল হাসান জয়।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিং করেন চট্টগ্রামের দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০ উইকেটের জয় পায় বন্দর নগরীর দলটি। ৩৭ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৪ রান করে অপরাজিত থাকেন জয়। তামিমের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৪ বাউন্ডারিতে ২১ রান। চট্টগ্রামের হয়ে দুর্দান্ত বোলিং করা ফাহাদ জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়