শিরোনাম
◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান 

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৭:১৪ বিকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের ইমাদ ওয়াসিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তিনি।

অবসরের ঘোষণা দিয়ে ইমাদ লিখেছেন, ‘গত কয়েক দিনে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক ভেবেছি। এরপর এই সিদ্ধান্তে এসেছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটিই সঠিক সময়। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের এবং পাকিস্তানের সবুজ জার্সি পড়ার মুহুর্ত ভোলার মতো নয়’ বিদায় বেলায় সমর্থকদের বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আপনাদের অবিচল সমর্থন, ভালোবাসা এবং উৎসাহ সবসময় আমার সবচেয়ে বড় শক্তি। খারাপ সময়েও আপনাদের সাপোর্ট আমাকে দেশের জন্য সেরাটা দেওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছে।

এর আগে গত বছরের নভেম্বরে একবার আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ইমাদ। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। পাকিস্তানের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন ইমাদ। এরপর আর পাকিস্তানের জার্সিতে দেখা যায়নি তাকে। এবার তো পাকিস্তানের জার্সি তুলে রাখারই ঘোষণা দিলেন।

পাকিস্তানের হয়ে সব মিলিয়ে ৫৫ ওয়ানডেতে ৯৮৬ রান করেছেন ইমাদ। বল হাতে ৪.৮৮ ইকোনমিতে নিয়েছেন ৪৪ উইকেট। তবে পাকিস্তানের জার্সিতে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন ইমাদ টি-টোয়েন্টিতে। এই ফরম্যাটে ৭৫ ম্যাচে ১৩০.০৪ গড়ে ৫৫৪ রান করেছেন তিনি। এছাড়াও বোলিংয়ে ৭৩ টি উইকেট শিকার করেছেন এ অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন ইমাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়