শিরোনাম
◈ সংবিধান সংস্কার নিয়ে ন্ডিয়া টুডেকে যা জানালেন অধ্যাপক আলী রিয়াজ ◈ আ.লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মিসবাহকে কুপিয়ে জখম, মুক্তিপণের বিনিময়ে মুক্তি ◈ শেষ হচ্ছে ২০২৪ঃ রক্তক্ষয়ী আন্দোলনে শেখ হাসিনার পতনের পর অনিশ্চিত পথে বাংলাদেশ ◈ আশা করি, খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে : মির্জা ফখরুল  ◈ রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, কোনোভাবেই নষ্ট না করি: আসিফ নজরুল ◈ স্বপনের স্বপ্ন, আবার ফেডারেশনের প্রেসিডেন্ট হলে রাগবী খেলাকে বিশ্বকাপে নিয়ে যাবেন ◈ ইলন মাস্ককে টপকে বিশ্বের ধনী পরিবার যুক্তরাষ্ট্রের ওয়ালটন ◈ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ◈ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জটিলতার অবসান, ভারত ও পাকিস্তান চুক্তিতে পৌঁছেছে ◈ রমনায় র‍্যাব পরিচয়ে ডাকাতি: সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০১:০৩ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে জেতালেন হইলুন্দ 

স্পোর্টস ডেস্ক: অবশেষে জয়ের খরা কাটালো ম্যানচেস্টার ইউনাইটেড। তারা এবার জয়ের আনন্দে মেতে উঠেছে। অনেক কষ্টে চেক ক্লাব ভিক্টোরিয়া পলজেনকে ২-১ ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা। ম্যাচের নায়ক ছিলেন দ্বিতীয়ার্ধে বদলি নামা রাসমুস হইলুন্দ, যিনি দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই ইউনাইটেড আধিপত্য দেখায়। বল দখলে ৬৯ শতাংশ সময় ধরে রেখে, রুবেন আমোরিমের শিষ্যরা প্রতিপক্ষের ওপর একের পর এক আক্রমণ চালায়। ম্যাচে ইউনাইটেড নেয় ১৭টি শট, যার ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে পলজেন মাত্র ২টি শট রাখতে পারে লক্ষ্য বরাবর।

প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলরক্ষক আন্দ্রে ওনানার বড়সড় ভুলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ৫১তম মিনিটে ওনানার ছোট পাস দখল করেন পলজেনের পাভেল সালক, যিনি মাতেজ ভিয়াদরাকে পাস দেন। চেক ফরোয়ার্ডের নির্ভুল ফিনিশে এগিয়ে যায় পলজেন।

৫৬তম মিনিটে মার্কাস রাশফোর্ডের বদলি হিসেবে মাঠে নামেন রাসমুস হইলুন্দ। মাঠে নামার পর মাত্র ৬ মিনিটের মধ্যেই সমতাসূচক গোলটি করেন এই ড্যানিশ তারকা। ডান প্রান্ত ধরে আমাদ দিয়ালো শট নেন, যা পলজেন গোলরক্ষক ঠেকালেও পরিষ্কার করতে ব্যর্থ হন। বল পেয়ে যান হইলুন্দ, যিনি সহজেই জালে জড়ান।

৮৮তম মিনিটে আসে ম্যাচের জয়সূচক গোল। ব্রুনো ফার্নান্দেজের নিখুঁত নিচু ফ্রি-কিক থেকে বক্সে বল পেয়ে যান হইলুন্দ। সেখান থেকে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

এই জয়ে ইউনাইটেড ৬ ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়