শিরোনাম
◈ মোটরযান চলাচল নিয়ে কঠোর নির্দেশনা, না মানলেই শাস্তি ◈ কুষ্টিয়ায় অভিযানে জাসদ নেতার ভাইয়ের মৃত্যু, ৩ পুলিশ অবরুদ্ধ (ভিডিও) ◈ শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের ◈ সত্যতা জানা গেল শেখ হাসিনার জনসভার দাবি করা ভিডিওর  ◈ অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা  ◈ শহীদ বুদ্ধিজীবী দিবস আজ  ◈ রূপপুর বিদ্যুৎ প্রকল্প সম্পন্ন করার পক্ষে সরকার : অর্থ উপদেষ্টা ◈ আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ বললেন তাপমাত্রা ৩ ডিগ্রিতে নামার সম্ভাবনা ◈ নিজ স্বার্থেই বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে : জয়শঙ্কর ◈ কোরআন তেলওয়াত দিয়ে শুরু হয় ট্রাম্পের বিজয় উদ্‌যাপনের অনুষ্ঠান

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০১:০৩ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে জেতালেন হইলুন্দ 

স্পোর্টস ডেস্ক: অবশেষে জয়ের খরা কাটালো ম্যানচেস্টার ইউনাইটেড। তারা এবার জয়ের আনন্দে মেতে উঠেছে। অনেক কষ্টে চেক ক্লাব ভিক্টোরিয়া পলজেনকে ২-১ ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রেড ডেভিলরা। ম্যাচের নায়ক ছিলেন দ্বিতীয়ার্ধে বদলি নামা রাসমুস হইলুন্দ, যিনি দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই ইউনাইটেড আধিপত্য দেখায়। বল দখলে ৬৯ শতাংশ সময় ধরে রেখে, রুবেন আমোরিমের শিষ্যরা প্রতিপক্ষের ওপর একের পর এক আক্রমণ চালায়। ম্যাচে ইউনাইটেড নেয় ১৭টি শট, যার ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে পলজেন মাত্র ২টি শট রাখতে পারে লক্ষ্য বরাবর।

প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলরক্ষক আন্দ্রে ওনানার বড়সড় ভুলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ৫১তম মিনিটে ওনানার ছোট পাস দখল করেন পলজেনের পাভেল সালক, যিনি মাতেজ ভিয়াদরাকে পাস দেন। চেক ফরোয়ার্ডের নির্ভুল ফিনিশে এগিয়ে যায় পলজেন।

৫৬তম মিনিটে মার্কাস রাশফোর্ডের বদলি হিসেবে মাঠে নামেন রাসমুস হইলুন্দ। মাঠে নামার পর মাত্র ৬ মিনিটের মধ্যেই সমতাসূচক গোলটি করেন এই ড্যানিশ তারকা। ডান প্রান্ত ধরে আমাদ দিয়ালো শট নেন, যা পলজেন গোলরক্ষক ঠেকালেও পরিষ্কার করতে ব্যর্থ হন। বল পেয়ে যান হইলুন্দ, যিনি সহজেই জালে জড়ান।

৮৮তম মিনিটে আসে ম্যাচের জয়সূচক গোল। ব্রুনো ফার্নান্দেজের নিখুঁত নিচু ফ্রি-কিক থেকে বক্সে বল পেয়ে যান হইলুন্দ। সেখান থেকে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

এই জয়ে ইউনাইটেড ৬ ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়