শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৭ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরাজয়ের পর অধিনায়কের প্রতিক্রিয়া, দলে উন্নতির ঘাটতি রয়েছে

স্পোর্টস  ডেস্ক: খুব কাজে সময়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবরধোলায় হলো বাংলাদেশ। যেখানে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে মাত্র দুই মাস বাকি। তার আগে এই রেজাল্ট একেবারেই অপ্রত্যাশিত। দলের মধ্যে যে উন্নতির ঘাটতি রয়েছে, তা স্পষ্ট অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কথায়। তবে কীভাবে উন্নতি করতে হবে সেটা ভালোভাবেই জানেন মিরাজ।  

সেন্ট কিটসে শেষ ওয়ানডেতে ৩২১ রান তুলেও ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফির আগে এটাই ছিল টাইগারদের শেষ ম্যাচ।   মিরাজও তেমন একটা চিন্তিত নন তা নিয়ে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই সিরিজের পর আমাদের সামনে চ্যাম্পিয়নস ট্রফি এবং আমরা জানি, আমাদের উন্নতি করতে হবে। আশার কথা হলো, কীভাবে উন্নতি করতে হবে, সেটা আমরা বুঝি।  

ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল ভালোই। ৩১ রানেই তুলে নেয় ৩ উইকেট। কিন্তু এরপর কেসি কার্টির ৯৫ ও অভিষিক্ত আমির জাঙ্গোর ১০৪ রানের হার না মানা ইনিংসে ২৫ বল হাতে রেখেই জয় পায় স্বাগতিকরা।  
মিরাজ বলেন, ‘আমরা বোলিংয়ে আরও ভালো করতে পারতাম এবং মাঝের ওভারগুলোয় আমরা উইকেট নিতে পারিনি—এটাই ছিল আমাদের জন্য সমস্যা।  

নাসুম, তাসকিন, তানজিমে আমরা খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু তারপর আমরা মাঝের ওভারগুলোয় ভালো বোলিং করতে পারিনি। আমরা উইকেট পাইনি। 

সিরিজের ৩ ম্যাচের প্রতিটিতেই ফিফটি পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল ৬৩ বলে ঝোড়ো ৮৪ রানের ইনিংস খেলেন তিনি।  

তার প্রশংসায় মিরাজ বলেন, ‘আমরা মাঝের ওভারগুলোয় ভালো ব্যাট করতে পারিনি। কোনো জুটি হয়নি। তিনি (মাহমুদউল্লাহ) খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি পেয়েছেন, যেগুলো আমাদের দলের জন্য ভালো মুহূর্ত। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়