স্পোর্টস ডেস্ক: ভারতীয় নারী দল ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। এমন হতাশার মধ্যে আবার যোগ হয়েছে আইসিসির শাস্তি। স্লো ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে হারমনপ্রীত কৌরের দল। ভারত নারী দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। - ডেইলি ক্রিকেট
দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের পর দুই ওভার করেছে ভারত। আর এতেই জুটলো আইসিসির শাস্তি। আইসিসির ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট এই শাস্তি দিয়েছেন। ভারত দলের কাপ্তান হারমনপ্রীত কৌর সাজা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
যে ম্যাচে স্লো ওভার রেটের জন্য সাজা পেয়েছে সেই ম্যাচে ১২২ রানে হারে ভারত। আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে ভারতকে।
এই আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিংয়ের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হবে। সে হিসেবে দুই ওভারের জন্য ভারতীয় ক্রিকেটারদের গুণতে হচ্ছে ১০ শতাংশ জরিমানা।
আপনার মতামত লিখুন :