শিরোনাম
◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান  ◈ সম্প্রীতির বাংলাদেশ গড়তে সংখ্যাগুরু-সংখ্যালঘু বিভেদ ভুলে একতার আহ্বান তারেক রহমানের

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৮ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের যুগপূর্তিতে সাকিবকে নিয়ে শিশিরের আবেগঘন বার্তা

ম্যাজিক তারিখ ১২.১২.১২, অর্থাৎ, ২০১২ সালে বছরের ১২তম মাস ডিসেম্বরের ১২ তারিখে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশির। দেখতে দেখতে বিবাহের ১২ বছর পূর্ণ করলেন তারা। বিশেষ এই দিনে সাকিবকে নিয়ে আবেগঘন এক বার্তা দিলেন শিশির।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশির লেখেন, ‘যখন এটা লিখছি ঘড়ির কাটায় ঠিক রাত ১২টা ১২ মিনিট। ১২ বছর আগে ১২-১২-১২ তারিখ আমরা নিজেদের রূপকথার গল্পটা শুরু করেছিলাম। আমাদের প্রথম দেখা থেকে শুরু আমাদের বিয়ে এবং আলহামদুলিল্লাহ, সবচেয়ে সুন্দর একটা পরিবার গঠনের মাধ্যনে। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আর হৃদয়ের বন্ধনে থেকে সময়গুলো দুজনে পার করেছি।’

শিশির তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, ‘প্রতিশ্রুতি ছিল একসঙ্গে সারাজীবন থাকার, কখনো কেউ কাউকে ছেড়ে না যাওয়ার। আমার প্রতি তোমার ভালোবাসার কোনো তুলনাই হয় না আর প্রতিটা দিনের জন্য আমি তোমাকে ভালোবাসি। নিজেদের জন্য ১২তম বার্ষিকীর শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ।’  

সাকিবের সঙ্গে শিশিরের পরিচয় ফেসবুকে। পরে সাকিব ইংল্যান্ডে কাউন্টি খেলতে গেলে দেখা করেন শিশিরের সঙ্গে। ভালো লাগা ছাপিয়ে এরপর প্রেমে পড়ে যান দুজন। তারপরই বিশেষ দিনটি বেছে নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের কাজ সারেন দুজন। 

বর্তমানে সাকিব-শিশির দম্পতির তিন সন্তান। ২০১৫ সালে জন্ম হয় প্রথম কন্যা আলাইনার। এরপর ২০২০ সালের এপ্রিলে ঘর আলো করে আসেন ইরাম। তার পরের বছর মার্চে পুত্র সন্তানের জনক-জননী হন সাকিব ও শিশির। তার নাম রাখা হয় ইজাহ আল হাসান। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়