শিরোনাম
◈ আয়নাঘরের কথা, গুম-খুন স্বীকার করলেন র‌্যাবের মহাপরিচালক, চাইলেন ক্ষমা ◈ প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ◈ চিন্ময়ের জামিন: জেলা পিপির ‘বিশেষ নির্দেশনা’ নিয়ে আদালতপাড়ায় অস্বস্তি, ক্ষোভ ◈ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য রাজনীতিবিরোধী : মির্জা ফখরুল ◈ চ্যাম্পিয়ন্স লিগ, জুভেন্টাসে কুপোকাৎ ম্যানচেস্টার সিটি ◈ চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ৩-২ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারালো ◈ সংখ্যালঘু নিপীড়নে নিহত দাবি করা যোগসূত্র মেলেনি ৯ মৃত্যুর আটটিতে ◈ ভারতে এসে খেলতে হলে বাংলাদেশকে আগে ক্ষমা চাইতে হবে: অশোক ডিন্ডা ◈ এএফপির প্রতিবেদন, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতার অবসান হলো না ◈ উৎসব ছাড়া জানুয়ারিতেই পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৫ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতে এসে খেলতে হলে বাংলাদেশকে আগে ক্ষমা চাইতে হবে: অশোক ডিন্ডা

স্পোর্টস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ভারত-বাংলাদেশের মধ্যে বৈরি সম্পর্ক চলছে। দুই দেশের জনগণই একে অপরের উপর দোষ চাপাচ্ছে। তবে এবার ভালোভাবে ক্ষেপেছেন ভারতের সাবেক ক্রিকেটার অশোক ডিন্ডা। 

দেশটির ক্ষমতাসীন দল বিজেপির এই নেতা ক্ষমা চাইতে বললেন বাংলাদেশ ক্রিকেট দলকে। সম্প্রতি তিনি জানিয়েছেন, আমরা নিজে জনতার সঙ্গে মিশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমকে ঢুকতে দেব না। কিন্তু কেন ডিন্ডার এতো ক্ষোভ? মূলত ভারতের জাতীয় পতাকা অবমাননাসহ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া বিতর্কিত কিছু ব্যাপার ইঙ্গিত করেই ডিন্ডার এমন চাওয়া। 

হাসিনা সরকার পতনের পরই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে আসছে ভারত। তারই অংশ হিসেবে এবার সরকার দলীয় বিধায়ক ও সাবেক ভারতীয় ক্রিকেটার অশোক ডিন্ডা ক্ষোভ উগরে দিলেন।

তার ভাষ্যমতে, বিসিসিআয়ের কাছে আমার অনুরোধ, সেখান থেকে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা মেইল করা হয়, ভারতের জাতীয় পতাকার সঙ্গে যে ভাবে বাংলাদেশের মানুষজন অসম্মান করছেন, বঞ্চনা করছেন, সেটা মেনে নেওয়া যায় না। তাই আগামী দিনে যখনই বাংলাদেশ বনাম ভারত ম্যাচ হবে, তার আগে অবশ্যই প্রেস কনফারেন্স করে এবং ইমেইলের মাধ্যম দিয়ে যেন জানানো হয়, বাংলাদেশের মানুষ যে ভাবে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ব্যাপারটাকে গুরুত্ব না দিলে এর প্রতিক্রিয়া অন্যরকম হবে বলেও হুশিয়ারি দিলেন ডিন্ডা। তিনি বলেন, তা না হলে, সাধারণ মানুষ বিষয়টা মনে রাখবে। প্রতিক্রিয়া আলাদা হবে। স্টেডিয়ামে এর রেশ ছড়াবে। ভারতের পতাকাতে আমরা কাঁধে, মাথায়, বুকে রাখি সব সময়। ভারত মাতার অপমান যে করবে, তা বাংলাদেশ কেন যে কোনও দেশকেই মানা যাবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়