শিরোনাম
◈ গুম-খুনের জন্য ক্ষমা চেয়ে ডিজি বললেন, ‘র‌্যাব এসবে আর জড়াবে না’ (ভিডিও) ◈ তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য রাজনীতিবিরোধী : মির্জা ফখরুল ◈ চ্যাম্পিয়ন্স লিগ, জুভেন্টাসে কুপোকাৎ ম্যানচেস্টার সিটি ◈ চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ৩-২ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারালো ◈ সংখ্যালঘু নিপীড়নে নিহত দাবি করা যোগসূত্র মেলেনি ৯ মৃত্যুর আটটিতে ◈ ভারতে এসে খেলতে হলে বাংলাদেশকে আগে ক্ষমা চাইতে হবে: অশোক ডিন্ডা ◈ এএফপির প্রতিবেদন, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতার অবসান হলো না ◈ উৎসব ছাড়া জানুয়ারিতেই পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা ◈ গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আজ দেশে ফিরছেন ফখরুল ◈ জো রুটকে সরিয়ে হ্যারি ব্রুক টেস্টের ১ নম্বর ব্যাটার

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৫ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 শেষ বলের ছক্কায় ঢাকার জয়

স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে হাড্ডাহাড্ডি লড়াই হলো ঢাকা ও সিলেট বিভাগের মধ্যে। শেষ বলে সিলেটকে হারিয়েছে ঢাকা বিভাগ। বুধবার (১১ ডিসেম্বর) উদ্বোধনী দিনে ব্যাটে-বলে জমজমাট এক ম্যাচ উপহার দিয়েছে দু’দল। সিলেটের দেয়া ২০৬ রানের টার্গেট শেষ বলে ছক্কা হাঁকিয়ে টপকে যায় ঢাকা বিভাগ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় সিলেট বিভাগ। ২৯ রান করে তৌফিক খান আউট হলেও শতকের দেখা পান জিসান আলম। মাত্র ৫২ বলে ৪ বাউন্ডারি ও ১০ ছক্কায় সেঞ্চুরির দেখা পান তিনি (এর মধ্যে পাঁচটি ছক্কাই টানা পাঁচ বলে!)। শেষ দিকে মাহফুজুর রাব্বির ৩০ রানের ক্যামিওতে ২০৫ রানের বিশাল পুঁজি পায় সিলেট।

বাংলাদেশিদের মধ্যে এর আগে টি-টোয়েন্টিতে এক ইনিংসে ছক্কার ডাবল ডিজিট ছিল কেবল তামিম ইকবাল আর নাজমুল হোসেন শান্তর। ২০১৯ বিপিএল ফাইনালে তামিম ১৪১ রান করেছিলেন ১১ ছক্কা হাঁকিয়ে। পরের বছর মিনিস্টার রাজশাহীর হয়ে সেই কীর্তির পুনরাবৃত্তি করেন নাজমুল হোসেন শান্ত। আজ এনসিএল টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই এই রেকর্ডে ভাগ বসালেন জিশান আলম। ৪টা চার, কিন্তু ছয় হাঁকালেন ১০টা।

জবাবে শুরুটা ভালো না হলেও ঢাকার জয়ের পথ তৈরি করেন আরিফুল ইসলাম। মাত্র ৪৬ বলে ৯৪ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই খেলোয়াড়। শেষ দিকে ৬৩ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও শুভাগত হোম। শেষ বলে জয়ের জন্য ৫ রান দরকার হলে ছক্কা মেরে ঢাকা বিভাগের জয় নিশ্চিত করেন অভিজ্ঞ শুভাগত। ৮ ছক্কায় ৯৪ রান করে আরিফুল ইসলাম ম্যাচসেরা হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়