শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৪, ০৯:২২ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেট, ডিএলএস মেথডে খুলনাকে হারালো রাজশাহী

স্পোর্টস ডেস্ক: খুলনা বিভাগকে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম ম্যাচে সুন্দর সূচনা করেছে রাজশাহী বিভাগ। আলোক-স্বল্পতার কারণে সিলেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ১৬ বল বাকি থাকতেই বন্ধ হয়ে যায় ম্যাচ। ১৬ বলে রাজশাহীর প্রয়োজন ছিল ১৯ রান, হাতে ছিল ৭ উইকেট। পরে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১ রানের জয় পায় রাজশাহী।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে খুলনা। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে ফেরেন এনামুল হক বিজয়। আরেক ওপেনার অমিত মজুমদার খেলেছেন ২৮ বলে ২৭ রানের ইনিংস। -ডেইলি ক্রিকেট

তবে সবাইকে ছাপিয়ে আলো কেড়ে নেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হক তামিম। ৩১ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়াও নুরুল হাসান সোহানের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৩৭ রান। ১৫ বলে অপরাজিত ৩৫ রানের ক্যামিও খেলেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী।

রাজশাহীর হয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন ফরহাদ রেজা। রান তাড়ায় শুরুটা ভালো করে রাজশাহী। ওপেনিংয়ে নেমে খুলনার বোলারদের ওপর তান্ডব চালান হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেন। প্রথম উইকেট জুটিতে ৮৯ রান যোগ করেন তারা। তাতেই জয়ের ভিত পেয়ে যায় রাজশাহী।

৩৮ বলে ৮ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৬ রানের ইনিংস খেলেন সোহান। ২৩ বলে ২৮ রান করেন সাব্বির। ২১ বলে ২৬ রান করেছেন এসএম মেহরব হাসান। ২২ বলে ৩০ রানে অপরাজিত থেকে রাজশাহীর জয় নিয়ে মাঠ ছাড়েন প্রিতম কুমার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়